ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টঙ্গীর এসএস স্টিল মিলে আবারও তরল লোহার আগুনে ৫ শ্রমিক দগ্ধ

প্রকাশিত: ১৯:৫৫, ২২ সেপ্টেম্বর ২০২১

টঙ্গীর এসএস স্টিল মিলে আবারও তরল লোহার আগুনে ৫ শ্রমিক দগ্ধ

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ বুধবার টঙ্গীর মিলগেটের এসএস স্টিল মিলে লোহা গলানোর সময় আবারও আগুনের ফুলকি শরীরে পড়ে ৫ শ্রমিক মারাত্মকভাবে গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, মুনতাহির মাহমুদ (২৮), বিল্লাল হোসেন (৩৮), সাগর আলী (৩৫), সোহেল মিয়া (৩৮) ও আসাদুল্লা (৪৫)। এদের সবার অবস্থা আশংকাজনক। লোহার আগুনে দগ্ধদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার এমপি হাসপাতাল থেকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। কারখানাটিতে কাচামালের লোহা গলিয়ে রড তৈরি করা হয়। এর আগেও কয়েকবার কারখানাটিতে তরল লোহার আগুন শরীরে পড়ে ৫ শ্রমিক নিহত ও বহু আহতের ঘটনা ঘটেছে। টঙ্গী পশ্চিম থানা পুলিশের ওসি শাহ্ আলম ও এসআই জিয়াউর রহমান জনকণ্ঠকে জানান, কাচামালের লোহা গলানোর সময় চুম্বকের সাহায্যে লোহা আগুনের চুল্লিতে ফেলতে গিয়ে তরল লোহার অগ্নিকুন্ডলীর ফুলকি শ্রমিকদের শরীরে এসে পড়ে। এতে পাঁচ শ্রমিক আহত হন। এসএস ষ্টীল মিলের জেনারেল ম্যানেজার রাসেল বাবু জানান, কারখানায় লোহা গলানোর সময় অসাবধানতায় পাঁচ শ্রমিক আগুনে দগ্ধ হয়ে আহত হয়েছেন। আমরা তাদের উন্নত চিকিৎসার জন্য সব রকমের সহযোগিতা করছি।
×