ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামের চরাঞ্চলের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১৭:৫৮, ২২ সেপ্টেম্বর ২০২১

কুড়িগ্রামের চরাঞ্চলের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামের চরাঞ্চলের প্রথামিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন। তিনি বুধবার দুপুরে চিলমারী উপজেলার চরাঞ্চলের কয়েকটি বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় তার সফর সঙ্গি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা রংপুর বিভাগীয় উপ-পরিচালক মোজাহেদুল ইসলাম। পরিদর্শন শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন বলেন, দীর্ঘদিন পর বিদ্যালয় খোলায় গত কয়েকদিন ধরে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় বিদ্যালয় পরিদর্শন করেছি। তিনি আরো বলেন কুড়িগ্রামের চরাঞ্চলের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করে শিক্ষক অনুপস্থিতসহ শিক্ষা কর্মকর্তাদের কিছু গাফলতি চোখে পড়েছে। এসব ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
×