ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

একীভূত হচ্ছে ‘সনি পিকচার্স’ ও ‘জি এন্টারটেইনমেন্ট’

প্রকাশিত: ১৬:০৮, ২২ সেপ্টেম্বর ২০২১

একীভূত হচ্ছে ‘সনি পিকচার্স’ ও ‘জি এন্টারটেইনমেন্ট’

অনলাইন ডেস্ক ॥ ভারতীয় বিনোদন কোম্পানি ‘জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস’ মিডিয়া কোম্পানি ‘সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়ার’ সঙ্গে একীভূত হচ্ছে। বুধবার বার্তাসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে জানানো হয়, জি এন্টারটেইনমেন্টের পরিচালনা পর্ষদ এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে। টেলিভিশন সম্প্রচার এবং ডিজিটাল মাধ্যমে ‘জি টিভি’ নামে পরিচিত এ কোম্পানির প্রধান নির্বাহী পুনিত গোয়েঙ্কাকে পরিচালনা পর্ষদ থেকে অপসারণসহ ব্যবস্থাপনায় রদবদলের জন্য চাপ দিচ্ছিল শীর্ষ বিনিয়োগকারীরা। পুঁজিবাজারে ‘জি এন্টারটেইনমেন্টের’ জমা দেওয়া নথি অনুযায়ী সনি পিকচার্সের সঙ্গে নন-বাইন্ডিং চুক্তির মাধ্যমে তাদের নেটওয়ার্ক, ডিজিটাল অ্যাসেট, প্রোডাকশন অপারেশন্স এবং প্রোগ্রামের সংগ্রহশালা একীভূত হচ্ছে। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, কোম্পানির ৪৭ দশমিক শূন্য ৭ শতাংশের অংশীদার হবেন জি এন্টারটেইনমেন্টের শেয়ারধারীরা। বাকি অংশের মালিক থাকবেন সনি ইন্ডিয়ার অংশীদাররা। দু কোম্পানি নিজেদের প্রস্তুতি শেষ করে নির্দিষ্ট একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ৯০ দিন সময় পাবে বলে ওই চুক্তিতে উল্লেখ করা হয়েছে। একীভূত কোম্পানি হিসেবে তারা পুঁজিবাজারে তালিকাভূক্ত হবে এবং পুনিত গোয়েঙ্কা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তার পদে থাকবেন বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়। ‘জি এন্টারটেনইমেন্ট’ জানিয়েছে, একীভূত হওয়ার এই প্রস্তাব শেয়ারধারীদের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে।
×