ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে মেধা বিকাশে ‘নবপ্রভা’র ব্যতিক্রমী আয়োজন

প্রকাশিত: ১৪:০৭, ২২ সেপ্টেম্বর ২০২১

মাদারীপুরে মেধা বিকাশে ‘নবপ্রভা’র ব্যতিক্রমী আয়োজন

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ ‘সৃজনশীল তোমার খোঁজে’ প্রতিযোগিতার মাধ্যমে শিবচরে মেধা বিকাশে নবপ্রভা নামের একটি সামাজিক সংগঠন ব্যতিক্রমী আয়োজন করেছে। দুই মাস ধরে শিবচর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় মেধাবীদের উদ্বুদ্ধ করতে প্রচারণা চালিয়ে যাচ্ছে সংগঠনটি। ইতোমধ্যে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। সেই সাথে প্রতিযোগীদের নিজেদের তৈরি সেরা ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, চিত্রকর্ম, চারু ও হস্তশিল্প, আবৃত্তির ভিডিও জমা নেওয়া চলছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে বলে জানা গেছে। নবপ্রভার প্রধান পৃষ্ঠপোষক মাদারীপুর জেলা পরিষদ সদস্য শাহরিয়ার হাসান রানা খান বলেন, করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় স্কুল, কলেজের শিক্ষার্থীরা অলস সময় পার করছিল। এতে শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালনে কয়েক মাস আগে মাদারীপুরের শিবচরে ‘নবপ্রভা’ নামে একটি সামাজিক সংগঠন যাত্রা শুরু করে। গত ৪ আগষ্ট প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘সৃজনশীল তোমার খোঁজে’-এর আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন শিবচর পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান। উদ্বোধনের পর থেকেই মেধাবীদের উদ্ধুদ্ধ করা হচ্ছে। সদস্যরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জনবহুল এলাকাসহ উপজেলার বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন। ‘মূলত সৃজনশীল কাজের মাধ্যমে মেধা বিকাশের সহায়ক হিসেবে কাজ করছে নবপ্রভা। নবপ্রভার মাধমে সৃজনশীল কাজের একটি প্লাটফর্ম তৈরি করতে উপজেলার বিভিন্ন এলাকায় ক্যাম্পেইন চলছে।’
×