ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বার্বাডোজের প্রধানমন্ত্রী মোটলির সঙ্গে শেখ হাসিনার সৌজন্য সাক্ষাত

প্রকাশিত: ০২:০৫, ২২ সেপ্টেম্বর ২০২১

বার্বাডোজের প্রধানমন্ত্রী মোটলির সঙ্গে শেখ হাসিনার সৌজন্য সাক্ষাত

জনকণ্ঠ ডেস্ক ॥ বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিউইয়র্কে তার অবস্থানস্থল লোটে নিউইয়র্ক প্যালেসে স্থানীয় সময় সোমবার সৌজন্য সাক্ষাত করেছেন। খবর বাসসর। বৈঠকে তারা এন্টি মাইক্রোবায়াল রেজিসটেন্স (এএমআর) সহ নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান। ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এএমআর বিষয়ে গত ৬ বছর যাবত সরব। আর দুই প্রধানমন্ত্রীই ‘ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ’র সহসভাপতি হিসেবে নিযুক্ত রয়েছেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এবং প্রেস সচিব ইহসানুল করিম এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী সাক্ষাত পর্ব শেষে বঙ্গবন্ধুর আত্মকথা ‘অসমাপ্ত আত্মজীবনী’র কপি বার্বাডোজের প্রধানমন্ত্রীকে উপহার দেন।
×