ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পার্থিব মামুনের একাধিক নাটক

প্রকাশিত: ০০:২৯, ২২ সেপ্টেম্বর ২০২১

পার্থিব মামুনের একাধিক নাটক

সংস্কৃতি ডেস্ক ॥ তরুণ মেধাবী নাট্যনির্মাতা পার্থিব মামুন। দীর্ঘ দেড় যুগ ধরে তিনি নাটক নির্মাণ করছেন। জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ তার নাটক নির্মাণের অনুপ্রেরণা। পার্থিব মামুন জানান, নিজেকে একজন ভাল বা গুণী পরিচালক হিসেবেই গড়ে তোলা তার স্বপ্ন নয়, যারা নিয়মিত তার সঙ্গে কাজ করেন তাদের জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দেয়াও যেন তার দায়িত্বের মধ্যে পড়ে। তাই তার সঙ্গে প্রতিনিয়ত প্রায় ৫০ জন ছেলে কাজ করছে। একজন নির্মাতা হিসেবে এটি অনেক বড় একটি দৃষ্টান্ত। ২০০৩ সালে মামুন প্রথম ‘ভাগ্য বিড়ম্বনা’ নাটক নির্মাণ করেন। তবে চ্যানেলে তার নির্মিত প্রচারিত প্রথম নাটক ছিল ‘লোকসানী পোলা’। পরবর্তীতে তিনি চ্যানেলের জন্য ‘অন্তর বিভ্রাট’, ‘গ্রামের নায়ক’, ‘বাচাল বাচ্চু’, ‘রাঙ্গা ভুবন’, ‘ভালোবাসা বিভ্রাট’, ‘সুপার ফ্লপ’সহ আনুমানিক ৩৫টিরও বেশি নাটক নির্মাণ করেন। এদিকে আজ বুধবার বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে তার নির্মিত ও মাতিয়া বানু শুকু রচিত নাটক ‘বউ তুমি কার’। পার্থিব মামুনের পরিচালনায় ও তার পেজ-এ এবং পরবর্তীতে তার ইউটিউব চ্যানেলে প্রতিদিন প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘শাজাহানের তাজমহল’। তার পেজ-এ ফলোয়ার আছে দুই লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি।
×