ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অস্বস্তিতে ভারত

কোভিশিল্ডে আস্থা নেই ব্রিটেনের

প্রকাশিত: ০০:২২, ২২ সেপ্টেম্বর ২০২১

কোভিশিল্ডে আস্থা নেই ব্রিটেনের

অক্সফোর্ড ও পুনের সেরাম ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে তৈরি কোভিশিল্ডকে স্বীকৃতি দিতে অসম্মতি জানিয়েছে ব্রিটেনের ক্ষমতাসীন বরিস জনসন সরকার। ব্রিটেনে প্রবেশের নতুন নিয়মে শর্ত রাখা হয়েছে, ভারতে যারা কোভিশিল্ডের টিকা নিয়েছেন, তাদের ব্রিটেনে পৌঁছনোর পর ১০ দিন বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে (নিঃসঙ্গবাস) থাকতে হবে। খবর আনন্দবাজার অনলাইনের। এ ক্ষেত্রে ওই ব্যক্তিদের টিকাকরণ হয়নি বলেই ধরে নেবে ব্রিটেন।
×