ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যশোরে ইভ্যালির রাসেলের নামে মামলা

প্রকাশিত: ০০:১১, ২২ সেপ্টেম্বর ২০২১

যশোরে ইভ্যালির রাসেলের নামে মামলা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের চেক জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে যশোর সিনিয়র জুডিসিয়াল আমলি আদালত চৌগাছা অঞ্চলে এ মামলা করা হয়েছে। মামলার বাদী জেলার চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে তরফদার মোঃ মোশাহেদুর রহমান। মামলার অভিযোগে বলা হয়েছে, ইভ্যালির এমডি পণ্য দেয়ার কথা বলে টাকা নিয়ে পণ্য না দেয়ায় পরবর্তীতে ২৫ জুলাই তরফদার মোঃ মোশাহেদুর রহমানকে ন্যাশনাল ব্যাংকের ১ লাখ ৭৭ হাজার টাকার চেক প্রদান করেন। ব্যাংকে এ্যাকাউন্টে টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়। ঈশ^রদীতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ সহোদর ভাইসহ চাচাত ভাই নুরুল ইসলাম ও সোবহানের অত্যাচার, নির্যাতন, হুমকি-ধমকি প্রদানের প্রতিবাদে এবং সুষ্ঠু বিচার ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য ঈশ^রদীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত দশটায় ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে নির্যাতিতের ছোট বোন, অপর সহোদর ভাই ও ভাবি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সম্মেলনে বক্তব্য দেন, ঈশ্বরদীর চরসাহাপুরের তাসলিমা বেগম ও তার স্বামী নুরুজ্জামান বিশ্বাস ও পারুল বেগম। ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ের আটোয়ারীতে ৩৮৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় ফেনসিডিল বহনকারী একটি মাইক্রোবাস জব্দ করা হয়। আটককৃতরা হলো-আমিনুর ইসলাম (৩১) ও কাবুল ইসলাম (২৭)। দুজনেরই বাড়ি পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউপির দাড়িয়াপাড়া গ্রামে।
×