ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সৌদিতে বয়লার বিস্ফোরণ মাদারীপুরের এক যুবকসহ নিহত চার

প্রকাশিত: ০০:০৫, ২২ সেপ্টেম্বর ২০২১

সৌদিতে বয়লার বিস্ফোরণ মাদারীপুরের এক যুবকসহ নিহত চার

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ সৌদি আরবের আল-কাসিমে বয়লার বিস্ফোরণে জেলার শিবচরের সোহেল সিকদার (৩২) নামে এক যুকবসহ ৪ জন নিহত হয়েছে। রবিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম। তার লাশ দ্রæত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে পরিবার। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার সৌদি আরবের আল-কাসিমে ফেব্রিকেশনের ব্রয়লার বিস্ফোরণে শিবচরের সোহেল সিকদার (৩২) নিহত হয়। এ দুর্ঘটনায় লেবানন ও মিসরের আরও ৩ জন নিহত হয়েছে। নিহত সোহেল শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের রাজ্জাক সিকদারের ছেলে। রবিবার রাতে সোহেলের মৃত্যুর খবর পৌঁছলে তার বাড়িতে শোকের ছায়া নেমে আসে। আগামী ২৫ সেপ্টেম্বর সোহেলের ছুটিতে দেশে আসার কথা ছিল। তার মেয়ে জান্নাত জন্মগ্রহণের পর তাকে দেখতে আসার কথা ছিল সোহেলের। রবিবার ছিল তার শেষ কর্মদিবস। সোহেলের বড় ভাই আঃ গাফ্ফার বলেন, ‘মেয়েটা যখন হয় তখন আমার ভাই ওই দেশেই ছিল। ওকে দেখার জন্যই ৫ দিন পরই দেশে আসার কথা ছিল। টিকেটও কাটা ছিল। হঠাৎ দুর্ঘটনায় সোহেলসহ ৪ জন মারা গেছে। আমরা ভাইয়ের লাশ দ্রæত দেশে আনার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।’ সোমবার সন্ধ্যায় সৌদি আরব থেকে মোবাইল ফোনে সোহেলের পরিচিত শাহালম বলেন, এ দুর্ঘটনায় সোহেল, লেবাননের মালিকসহ ২ জন ও মিসরের ১ জন মারা গেছেন। বর্তমানে সোহেলের লাশ সৌদি আরবের একটি হাসপাতালে রাখা হয়েছে।
×