ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় একমাত্র নারী চেয়ারম্যান বিশাখা সাহা

প্রকাশিত: ০০:০৪, ২২ সেপ্টেম্বর ২০২১

সাতক্ষীরায় একমাত্র নারী চেয়ারম্যান বিশাখা সাহা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সোমবার অনুষ্ঠিত সাতক্ষীরার দুটি উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন বিশাখা তপন সাহা। তিনি কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অটোরিক্সা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। বিশাখা তপন সাহার নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী জয়দেব সাহা। তৃতীয় স্থানে রয়েছেন বর্তমান চেয়ারম্যান হিসেবে থাকা নৌকা প্রতীকের শামসুদ্দিন আল মাসুদ বাবু। বিশাখা তপন সাহার স্বামী তপন সাহা ছিলেন একই ইউনিয়নের সাবেক জননন্দিত চেয়ারম্যান। তার জনপ্রিয়তাকে কাজে লাগাতে মাঠে নামেন বিশাখা তপন সাহা। বিশাখা মোট ২৭০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী জয়দেব সাহা আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২২৬৭ ভোট। আর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামসুদ্দিন আল মাসুদ বাবু (ক্ষমতাসীন চেয়ারম্যান) নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১৭১৩ ভোট। বিশাখা জানান, মোট ৪ জন প্রার্থীকে হারিয়ে বিজয়ী হওয়া তার জন্য ছিল কঠিন চ্যালেঞ্জ। জনগণ তাকে সমর্থন ও ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞ। ৪ জন প্রার্থীকে হারিয়ে ইউনিয়নের হাজারো মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিশাখা নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় জানান, জনগণের ভালোবাসায় তিনি নির্বাচিত হয়েছেন। ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিশাখা তপন সাহা বলেন, জনগণই তাকে ক্ষমতা দিয়েছে।
×