ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অপহরণের ৩৬ ঘণ্টার মধ্যে নাবালিকা উদ্ধার ॥ আটক ৪

প্রকাশিত: ২৩:৩৭, ২২ সেপ্টেম্বর ২০২১

অপহরণের ৩৬ ঘণ্টার মধ্যে নাবালিকা উদ্ধার ॥ আটক ৪

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পল্লবী হতে অপহরণের ৩৬ ঘণ্টার মধ্যে অপহৃতকে উদ্ধারসহ চার অপহরণকারীকে আটক করেছে র‌্যাব। আটকরা হলো শরীয়তপুরের মোঃ সোহেল (১৮), মাদারীপুরের মোঃ ফয়সাল (১৯), মোঃ নুরু ইসলাম ঢালী (৪০) ও কিশোরগঞ্জের রিয়াজ (১৯)। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় পল্লবীর কালশী এলাকা হতে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীদের আটক করে র‌্যাব। র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ফয়সালের বাবার নাম নুরু হোসেন। তারা আর্থিকভাবে অসচ্ছল। ভিকটিম বয়সে নাবালিকা। ওই বালিকার সঙ্গে ফয়সালের সম্পর্কের কথা জানার পর নুরু বিভিন্ন সময়ে এই বলে প্রলুব্ধ করত যে, ফয়সাল (১৯) যদি ওই মেয়েকে বিয়ে করতে পারে তাহলে তার পিতার সকল সম্পত্তির মালিক হতে পারবে। এরই প্রেক্ষিতে গত ১৯ সেপ্টেম্বর রাতে মিরপুরের পীরেরবাগ এলাকা থেকে ওই নাবালিকাকে ফুঁসলিয়ে একটি অজ্ঞাত নম্বরের সিএনজিতে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়।
×