ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দেশে করোনা রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে

প্রকাশিত: ২৩:১৮, ২২ সেপ্টেম্বর ২০২১

দেশে করোনা রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে

স্টাফ রিপোর্টার ॥ দেশে করোনায় রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে নেমেছে। সাড়ে ছয় মাস পর এই হার দেখল দেশ। এই হার ৫ শতাংশের নিচে নামায় করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে এসেছে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী কোন দেশে করোনায় নমুনা সংগ্রহের বিপরীতে রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে নামলে তা নিয়ন্ত্রণে রয়েছে বলে গণ্য করা হয়ে থাকে। সেই হিসেবে বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ এখন নিয়ন্ত্রণে রয়েছে। অন্তত মঙ্গলবারের করোনা শনাক্তের হারে পরিসংখ্যান সেই বার্তাই দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে (সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা) এক হাজার ৫৬২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। আগের ২৪ ঘণ্টায়ও মৃতের সংখ্যা ছিল ২৬। করোনায় মৃত্যুর এই সংখ্যা প্রায় চার মাসের মধ্যে সবচেয়ে কম। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৩২৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছ হয়েছে ৪ দশমিক ৬৯-এ। এর আগে চলতি বছরের ৭ মার্চ শনাক্তের হার ছিল ৪ দশমিক ৩। আগের ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ছিল ৫ দশমিক ৬৭। গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারী-বেসরকারী ৮১০টি ল্যাবরেটরিতে ৩৩ হাজার ৩২৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৯৪ লাখ ৯৮ হাজার ৪১৪টি।
×