ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তালেবানের শীর্ষ নেতার মৃত্যুর গুজব ॥ জিম্মি বরাদর!

প্রকাশিত: ২৩:০২, ২২ সেপ্টেম্বর ২০২১

তালেবানের শীর্ষ নেতার মৃত্যুর গুজব ॥ জিম্মি বরাদর!

জনকণ্ঠ ডেস্ক ॥ তালেবানের শীর্ষ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন। পাশাপাশি সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা ও অন্যতম সিনিয়র নেতা মোল্লা আবদুল গনি বরাদরকে কান্দাহারে জিম্মি করে রাখা হয়েছে। সোমবার জনপ্রিয় ব্রিটিশ সাময়িকী ‘দ্য স্পেকটেটর’ প্রথমে এ খবর প্রকাশ করে। মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজারের এক খবরেও একই কথা বলা হয়। গণমাধ্যমগুলোর দাবি, আগানিস্তানের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বরাদরকে কান্দাহারে জিম্মি করে রাখা হতে পারে। প্রাথমিকভাবে আরও বলা হয়েছে, তালেবানের সুপ্রীম লিডার আখুন্দজাদা হয়তো মারা গেছেন। চলতি মাসের গোড়ার দিকে কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদে মন্ত্রিসভা গঠন নিয়ে আলোচনার সময় হাক্কানি নেটওয়ার্কের এক সিনিয়র নেতা বরাদরকে বেধড়ক পিটুনি দেন। এই দুই নেতার উপরিউক্ত খবর আরও পোক্ত হয়েছে কারণ সম্প্রতি তালেবানের কয়েকটি বৈঠকে এদের দেখা যায়নি বা তাদের কোন মন্তব্যও প্রকাশিত হচ্ছে না। দ্য স্পেকটেটর বলছে, বরাদর দুই সপ্তাহ আগে যে বার্তা দিয়েছেন সেটি জিম্মি ভিডিও বার্তার মতো মনে হয়েছে। কারণ আফগানিস্তানের যে টেলিভিশনে ওই বার্তা প্রকাশিত হয় সেটি এখন তালেবানের নিয়ন্ত্রণে। দ্য স্পেকটেটর আরও বলেছে, তালেবান ক্ষমতায় আসার পর নতুন সরকারের প্রধান হিসেবে বরাদরের নাম শোনা গেলেও আফগানিস্তানে সরকার গঠনের আলোচনার সময় তিনিই ছিলেন প্রধান ক্ষতিগ্রস্ত। প্রেসিডেন্ট প্রাসাদে সরকার গঠনের আলোচনা-সহিংসতার পর তাকে উপ-প্রধানমন্ত্রীর পদ থেকেও সরিয়ে দেয়া হয়। আবার বরাদর কান্দাহারে থাকলেও আখুন্দজাদা কোথায় আছেন তা এখনও জানা যায়নি। তালেবান বারবার প্রতিশ্রæতি দিয়েছে যে, আখুন্দজাদা শীঘ্রই জনসম্মুখে আসবেন। কিন্তু এখন পর্যন্ত তাকে দেখা যায়নি। কাবুলে সাবেক নারীবিষয়ক মন্ত্রণালয়ের ভবনের সামনে সোমবারও শত শত নারী বিক্ষোভ করেন। এতে সাধারণ নারীর পাশাপাশি অধিকারকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরাও ছিলেন। বিভিন্ন দাবিতে তারা এ ভবনের সামনে জড়ো হন। কট্টর তালেবান সরকার নারীবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে এবং সাবেক সরকারের নারী কর্মীদের ঘরে থাকার পরামর্শ দেয়। বিক্ষোভ থেকে নারীবিষয়ক মন্ত্রণালয়ের নাম পুনঃস্থাপন ও খুলে দেয়া মাধ্যমিক বিদ্যালয়ে মেয়েরা যেন যেত পারে সে পদক্ষেপ নেয়ার আহŸান জানানো হয়। ১৫ আগস্ট কাবুল দখল করে তালেবান। এরপর নারীদের বিরুদ্ধে বিভিন্ন ফতোয়া জারি করে সংগঠনটি।
×