ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শায়েস্তাগঞ্জে চোরাই কাঠের চৌকাঠসহ আটক ২

প্রকাশিত: ২১:৫০, ২১ সেপ্টেম্বর ২০২১

শায়েস্তাগঞ্জে চোরাই কাঠের চৌকাঠসহ আটক ২

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে পিকআপ ভর্তি প্রায় ৯০ হাজার টাকা মূল্যের চোরাই শীল কড়ই কাঠের তৈরী ৯০ পিস চৌকাঠসহ দুইজনকে আটক করেছে বনবিভাগ। তারা হলেন-ঢাকার সবুজবাগের কালীবাড়ী এলাকার পল্টন মিয়ার ছেলে মোঃ আনোয়ার (২৪) ও খিলগাঁওয়ের ইদেরকান্দির মৃত প্রিয়নাথ সরকারের ছেলে সুর্নিমল সরকার (৪০)। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে আটককৃতদেরকে হবিগঞ্জ বন আদালতে প্রেরণ করা হয়। এর আগে সোমবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুর রহমানের নেতৃত্বে বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ির সহকারী কর্মকর্তা মো. আহমদ আলী ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের লস্করপুর রেল গেইট থেকে কাঠের চৌকাঠ ভর্তি গাড়ীসহ ওই দুইজনকে আটক করেন। বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ির সহকারী কর্মকর্তা মো. আহমদ আলী এসব তথ্য জানিয়ে বলেন, পিকআপ গাড়ীতে ত্রিপল দিয়ে ঢেকে কাঠের চৌকাঠগুলো ঢাকা থেকে চোরাই পথে সিলেট যাচ্ছিল। বনজদ্রব্য পরিবহন ও নিয়ন্ত্রণ বিধি মালা ২০১১ অমান্য করে এসব চৌকাঠ পরিবহন করায় বন আইনে মামলা দায়ের হয়েছে। এদিকে শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ির প্রায় ২০ কিলোমিটার আগে হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুরে আরেকটি বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ি রয়েছে। চোরাই কাঠ, কাঠের তৈরী বিভিন্ন জিনিসপত্র ও গাছ জগদীশপুর বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ি অতিক্রম করে কিভাবে আসছে, এনিয়ে অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে।
×