ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তৃণমূ‍ল রাগবি প্রতিযোগিতা ও ট্রেনিং প্রোগ্রাম

প্রকাশিত: ১৯:৫০, ২১ সেপ্টেম্বর ২০২১

তৃণমূ‍ল রাগবি প্রতিযোগিতা ও ট্রেনিং প্রোগ্রাম

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিনের সার্বিক ব্যবস্থাপনায়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ-এর পৃষ্ঠপোষকতায় জেলায় জেলায় থানা পর্যায়ে তৃণমূল রাগবি প্রতিযোগিতা ও ট্রেনিং প্রোগ্রাম উপলক্ষ্যে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় মঙ্গলবার দুপুরে। সম্মেলনে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের প্রতিনিধি, সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট শাহজাদা বাসুনিয়া ও সিনিয়র অফিসার আশরাফুল ইসলাম এবং বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সম্পাদক ও গো বাংলাদেশ রাগবি প্রোজেক্টের (থানা পর্যায়ে তৃণমূল রাগবি টুর্নামেন্ট) কো-অর্ডিনেটর সাঈদ আহমেদ ও সদস্য তারেকুজ্জমান নান্নু, সিরাজুল ইসলাম এবং ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ। সংবাদ সম্মেলনে জানানো হয়- জুন ও জুলাইয়ে বাংলাদেশের ৪০ জেলার ১৭০ স্থানে রাগবি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে । ১৮ জেলায় ৩২ স্পটে তৃণমূল রাগবি টুর্নামেন্ট এর ৭টি স্পটে সম্পন্টন ও পরবর্তী ২৫ চলমান আছে। ২২ জেলায় রাগবি রেফারিও কোচ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। এবং ৭০ ভলেন্টিয়ার কোচের মাধ্যমে ছড়িয়ে দেয়া হচ্ছে এই প্রয়াস।
×