ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আশুলিয়ায় বিয়ে করায় চাকরি হারালেন পোশাক শ্রমিক দম্পতি

প্রকাশিত: ১৯:৪৮, ২১ সেপ্টেম্বর ২০২১

আশুলিয়ায় বিয়ে করায় চাকরি হারালেন পোশাক শ্রমিক দম্পতি

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ ঢাকার আশুলিয়ায় বিয়ে করার অপরাধে দুই পোশাক শ্রমিক দম্পতিকে চাকুরীচ্যুত করার অভিযোগ উঠেছে একটি কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে বিষয়টি ওই দম্পতি স্থানীয় সাংবাদিকদের কাছে জানান। নবদম্পতিরা হলেন, আশুলিয়ার নরসিংহপুর এলাকার নীট এশিয়া লিমিটেডের পোশাক শ্রমিক মোমিনুল ইসলাম শামীম ও লিমা আক্তার। তারা দু’জনেই প্রাপ্ত বয়স্ক এবং তাদের গ্রামের বাড়ি রংপুরে। পোশাক শ্রমিক মোমিনুল ইসলাম শামীম জানান, দীর্ঘ আট বছর ধরে সুপারভাইজার হিসেবে এবং তার স্ত্রী হেলপার হিসেবে চার মাস ধরে আশুলিয়ার নরসিংহপুর এলাকার নীট এশিয়া লিমিটেড নামে ওই কারখানায় কাজ করছিল। গত ১৭ সেপ্টেম্বর আশুলিয়াতে তাদের বাসায় উভয় পরিবারের সম্মতিতে তাদের ২য় বিয়ে হয়। পরের দিন সকালে কারখানায় কর্মরত অবস্থায় অ্যাডমিন (প্রশাসন বিভাগ) কক্ষে তাদের ডেকে নিয়ে যায়। পরে সেখানে নানাভাবে তাদের অপমান করা হয়। একপর্যায়ে চাকরি ছেড়ে দিতে দু’জনকেই রিজাইন লেটারে স্বাক্ষর দিতে বলা হয়। তবে তারা কেউ স্বাক্ষর করেনি। এসময় তাদের কাছ থেকে ওই কারখানার পরিচয়পত্র নিয়ে নেয় প্রশাসন বিভাগ। তিনি আরও বলেন, রিজাইন দিলে আমাকে এমাসের ১৮ দিনের বেতন দিবে বলে জানায়। কিন্তু আমি এর চেয়েও বেশি টাকা পাবো। ৮ বছরের জন্য আমি ৮ টি ব্যাসিক স্যালারি পাবো। তবে কারখানাটির প্রশাসন বিভাগের কর্মকর্তা মোঃ সাজ্জাদ চাকরি ছাড়তে বলার বিষয়টি অস্বীকার করে বলেন, এর আগে শামীম প্রথম স্ত্রী রেখে আরেকজনের সাথে সম্পর্ক করেছিল। সে ঘটনায় ঝামেলার সৃষ্টি হয়েছিল। এরপর সেপ্টেস্বর মাসে কারখানারই একটি মেয়েকে বিয়ে করে সে। পরে কারখানাতে আসার পর তাদেরকে বিয়ের বিষয়ে জিজ্ঞাসা করলে মান সম্মানের ভয়ে তারা আর কারখানাতে আসেনা। তাদেরকে চাকরি ছাড়ার কথা বলা হয়নি।
×