ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুদ্ধাপরাধীদের সন্তানদের আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবি

প্রকাশিত: ১৫:০২, ২১ সেপ্টেম্বর ২০২১

যুদ্ধাপরাধীদের সন্তানদের আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবি

সংবাদদাতা, সৈয়দপুর, নীলফামারী ॥ বর্তমান সরকারের অব্যহত উন্নয়ন ও যুদ্ধাপরাধীদের সন্তানসহ মদদদাতাদের বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হকসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মহামারী করোনায় যখন সারা বিশ্ব বিপর্যস্থ, তখন বর্তমান সরকারের সঠিক পরিকল্পনায় একের পর এক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। ওই সময় দেশের সকল কর্মকান্ড থমকে গেলেও থেমে ছিল না উন্নয়ন কর্মকান্ড। সেবামূলক প্রতিটি খাতে দেশের প্রতিটি সাধারণ মানুষকে সম্পৃক্ত করা হয়েছে। সেবা পেয়েছে প্রতিজন। চলমান এ উন্নয়ন কর্মকান্ডে বিচলিত হয়ে স্বাধীনতা বিরোধীরা নানা তৎপরতা চালাচ্ছে। তারা কৌশলে স্থানীয় আওয়ামী লীগে অনুপ্রবেশ করে চালিয়ে যাচ্ছে নানা অপকর্ম। যার বাস্তবতার ভূত সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগে ভর করেছে। সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের পৌর শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেলক হক বলেন, যুদ্ধপরাধী ও কুখ্যাত রাজাকার ছিলেন নঈম খান ওরফে নঈম গুন্ডা। তার সন্তান দিল নেওয়াজ খান। মুক্তিযুদ্ধকালীন নঈম খানের অপকর্ম স্বাধীনতার ইতিহাসে নানা বইয়ে প্রকাশিত হয়। রাজাকার পুত্র কৌশলে সেই প্রমানাদি মুছে ফেলার চেষ্টা করছে। যার সাক্ষ্য দিচ্ছেন ওই এলাকার জীবিত বীর মুক্তিযোদ্ধারা সাক্ষ্য দিচ্ছেন। মহসিনুল হক বলেন, স্বাধীনতা বিরোধীরা কোন ভাবেই আওয়ামী লীগে থাকতে পারে না। এটা বর্তমান সরকারের প্রতিজ্ঞা। তাই কোন ভাবেই এ দেশে তারা আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত থাকতে পারে না। এ জনপদে ও পারবেনা। আর এর পিছনে মদদদাতাদের আওয়ামী লীগ থেকে বহিষ্কারের জন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানানো হয়। পরে এ নিয়ে ওই দিন সন্ধায় শহরের শের-এ-বাংলা সড়কে বিশাল জনসভার ডাক দেন নেতৃবৃন্দরা।
×