ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে দুটি অস্বাভাবিক মৃত্যু

প্রকাশিত: ০১:৪২, ২১ সেপ্টেম্বর ২০২১

রাজধানীতে দুটি অস্বাভাবিক মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার শ্যামপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হয়েছে। এদিকে খিলক্ষেতে কংক্রিটের মিক্সার মেশিনের আঘাতে এক শ্রমিকের মৃত্যু হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, শ্যামপুর এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে ইমন মোল্লা (২৪) নামে যুবকের মৃত্যু হয়েছে। নিহতের দুলাভাই কামরুল ইসলাম জানান, শ্যামপুরে আমাদের ইন্টারনেট ব্যবসা আছে। সেখানে আমার শ্যালক কাজ করত। তিনি জানান, সোমবার দুপুর ২টার দিকে অফিসে কাজ করার সময় সে বিদ্যুতস্পৃষ্ট হয়ে অচেতন যায়। পরে তাকে উদ্ধার করে বিকেল সোয়া ৩টার দিকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রমিকের মৃত্যু ॥ রাজধানীর খিলক্ষেতে কংক্রিটের মিক্সার মেশিনের আঘাতে মোঃ লাভলু (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। নিহতের বাবার নাম ইউসুফ মৃধা। গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা থানায়। সে আরএমসি প্লান্ট কোম্পানির তিনশ’ ফিট এলাকায় একটি নির্মাণাধীন ভবনে শ্রমিকের কাজ করত। আরএমসি প্লান্ট কোম্পানির লিগ্যাল অফিসার আনিচুর রহমান জানান, তিনশ’ ফিট এলাকায় আমাদের কোম্পানি নির্মাণাধীন ভবনে ঢালাইয়ের জন্য বিভিন্ন জায়গায় কংক্রিট মিক্সার সরবরাহ করে। তিনি জানান, সোমবার দুপুর সাড়ে ১২টায় মিক্সার মেশিনে কাঁচামাল ঢালার সময় লাভলু অনবধানবশত মাথায় বাড়ি খায়। পরে তাকে আহত অবস্থায় দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নেয়া হলে এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×