ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বশেমুরকৃবিতে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ০০:০৯, ২১ সেপ্টেম্বর ২০২১

বশেমুরকৃবিতে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) ‘হ্যান্ডস অন ট্রেনিং অন জিআইএস এ্যান্ড রিমোট স্যানসাইং’ (ঐধহফং ড়হ ঞৎধরহরহম ড়হ এওঝ ্ জবসড়ঃব ঝবহংরহম) বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সোমবার শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন। কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেজিএফ) অর্থায়নে ‘মডেলিং ক্লাইমেট চেঞ্জ ইমপ্যাক্ট অন এপ্রিকালচার এ্যান্ড ডেভেলপিং মিটিগেশন এ্যান্ড এ্যাডাপটেশন স্ট্রেটেজিস ফর সাসটেইনিং এগ্রিকালচার প্রোডাকশন ইন বাংলাদেশ’ প্রকল্পের অধীনে এ প্রশিক্ষণ কর্মশালা আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) বিজ্ঞানী ও উক্ত প্রকল্পের কো-অর্ডিনেটর ড. যতীশ চন্দ্র বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রকল্পের ডেপুটি কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান সভাপতিত্ব করেন। কৃষিতত্ত¡ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আরিফুর রহমান খানের সঞ্চালনায় কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের প্রকল্প সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রথিতযশা বিজ্ঞানীগণ অংশগ্রহণ করেন। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া আশা প্রকাশ করে বলেন, কর্মশালায় অংশগ্রহণকারী বিজ্ঞানীগণ মনোযোগী হয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং কর্মজীবনে এর সফল প্রয়োগ করে কৃষি গবেষণায় বলিষ্ট ভূমিকা রাখবেন। নওগাঁর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর মান্দায় অপহরণের শিকার এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের ৭ দিন পর রবিবার সন্ধ্যায় জেলার ধামইরহাট উপজেলা সদরে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়।
×