ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিষধর রাসেল ভাইপার, জনমনে আতঙ্ক

প্রকাশিত: ০০:০৯, ২১ সেপ্টেম্বর ২০২১

বিষধর রাসেল ভাইপার, জনমনে আতঙ্ক

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া ॥ বিশ্বের বিষধর সাপগুলোর মধ্যে অন্যতম রাসেল ভাইপার। সেই রাসেল ভাইপারের আনাগোনায় পদ্মা নদীর অববাহিকায় জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা যায়, গত ২ সেপ্টেম্বর বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার শালদাহ গ্রামের গড়াই নদের চরে পূর্ণবয়ষ্ক একটি রাসেল ভাইপারের আনাগোনা দেখতে পেয়ে স্থানীয়রা সেটিকে পিটিয়ে মেরে ফেলে রাখে বালুর মধ্যে। চরে ঘুরতে যাওয়া কিছু মানুষ ব্যতিক্রম ধরনের এই মরা সাপটি দেখে মোবাইলে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় সকলের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মরা ওই সাপটির ছবি দেখিয়েই সেটি রাসেল ভাইপার বলে বিষেশজ্ঞরা শনাক্ত করেছেন। দাবি করে জেলার বন ও প্রাণিসম্পদ বিভাগ। এদিকে গত ১৬ সেপ্টেম্বর বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার গড়াই নদীর ডান তীরে কমলাপুর এলাকায় মৃদুল নামে এক যুবক নদীতে মাছ ধরতে গেলে সেখানে খেলাধুলারত শিশুদের দেখিয়ে দেয়া মতে কাশবনের ঝাড়ের সঙ্গে পেঁচিয়ে থাকা একটি আলাদা ধরনের সাপ দেখে সেটাকে অজগরের বাচ্চা ভেবে জালে জড়িয়ে বাড়িতে নিয়ে যায়। যুবক মৃদুল প্রকৃত পক্ষে সাপটিকে বিক্রী করার উদ্দেশ্যে ধরে এনেছিল বলে স্থানীয় সূত্র জানায়। স্থানীয় বাসিন্দা মৃদুল জানান, ‘সাপটি নিতে এসে কয়েকজন সাপুড়ে না নিয়েই চলে যায়। পরে রবিবার সাংবাদিক ও প্রাণীবিদ এবং বন বিভাগের স্যারেরা এসে এটাকে রাসেল ভাইপার বিষধর সাপ বলে নিয়ে যায় ও ছেড়ে দেয়’।
×