ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হামলা-মামলায় হকির দলবদল

প্রকাশিত: ২৩:৫৯, ২১ সেপ্টেম্বর ২০২১

হামলা-মামলায় হকির দলবদল

স্পোর্টস রিপোর্টার ॥ বিশেষ ব্যবস্থা কমিশনের মাধ্যমে আসন্ন প্রিমিয়ার ডিভিশন হকি লীগের জন্য দলবদলের প্রথম ধাপ সম্পন্ন করল মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডানে প্রথম ধাপে যে ছয় জনের নিববন্ধন সম্পন্ন হয়, তারা হলেন : আশরাফুল ইসলাম, মাইনুল ইসলাম কৌশিক, সারোয়ার হোসেন, অসীম গোপ, প্রিন্স লাল ও সারোয়ার মুর্শেদ শাওন। বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) নির্ধারিত সময়ে বাকি খেলোয়াড়দের দলবদল আনুষ্ঠানিকতা শেষ করা হবে। মোহামেডান ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন হকি কমিটির চেয়ারম্যান মনজুর আলম, হকি কমিটির সম্পাদক আবু সায়েম শাহিন, ম্যানেজার আরিফুল হক প্রিন্স। এক অখ্যাত হকি খেলোয়াড় সারোয়ার মুর্শেদ শাওনকে নিয়ে মুখোমুখি অবস্থানে ছিল মোহামেডান ও মেরিনার ইয়াংস ক্লাব। শুক্রবার দুই ক্লাবই তাকে নিজেদের খেলোয়াড় হিসেবে দাবি করে! অভিযোগ আনা হয়েছে হামলারও। দলবদলের প্রথম দিনেই চমক দেখিয়েছে আবাহনী লিমিটেড। জাতীয় দলের ১০ খেলোয়াড়কে দলে নিয়েছে তারা। আবাহনী জাতীয় দলের ১০ খেলোয়াড়ের বাইরে আরও আট জনকে দলে নিয়েছে। এবার শিরোপা জিততে আশাবাদী আবাহনী।
×