ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ আন্তর্জাতিক শান্তি দিবস

প্রকাশিত: ২৩:২৩, ২১ সেপ্টেম্বর ২০২১

আজ আন্তর্জাতিক শান্তি দিবস

সমুদ্র হক ॥ শান্তিকে টেকসই রাখতে বিশ^জুড়ে কোভিড-১৯ অতিমারীর মধ্যে আজ ২১ সেপ্টেম্বর মঙ্গলবার পৃথিবীর দেশে দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক শান্তি দিবস। জাতিসংঘের সদস্য দেশগুলো ১৯৮২ সাল থেকে প্রতিবছর দিবসটি পালন করছে, যার ধারাবাহিকতায় কোভিডকালে বিশে^র সকল দেশ কাঁধে কাঁধ মিলে করোনা থেকে মানুষকে বাঁচিয়ে তোলার ব্রত নিয়েছে। এ বছরের শান্তি দিবসের প্রতিপাদ্য ‘রিকভারিং বেটার ফর ইকুইট্যাবল এ্যান্ড সাসটেইন্যাবল ওয়ার্ল্ড (সমতার সঙ্গে ভালো কিছু পুনরুদ্ধারকে টেকসই করে রাখা)।’ টেকসই শান্তি অর্জনে দীর্ঘস্থায়ী শান্তির পথ খুঁজে নিতে বিশে^র সকল দেশকে আহ্বান জনিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। যুদ্ধবিহীন বিশ^ প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক শান্তি দিবসের প্রস্তাব প্রথম জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত হয় ১৯৮১ সালে। ‘যুদ্ধ নয়, শান্তি চাই’ ¯েøাগানে সাধারণ পরিষদে প্রস্তাবনা তুলে ধরেন বিশে^র সকল দেশ। ওই পরিষদের ৩৬/৩৭ নম্বর প্রস্তাব অনুসারে প্রতিবছর সেপ্টেম্বর মাসের প্রথম মঙ্গলবার দিবসটি পালনের সিদ্ধান্ত হয়। পরবর্তী বিশ বছর নির্দিষ্ট দিনে দিবসটি পালিত হয়। ২০০১ সালের সাধারণ পরিষদের সভায় সদস্য সকল দেশের সর্বসম্মত প্রস্তাবে প্রতিবছর ২১ সেপ্টেম্বর দিবসটি পালনের সিদ্ধান্ত হয়। ১৯৮২ সালে প্রথম দিবসটি পালনের প্রতিপাদ্য ছিল বিশে^র মানুষের শান্তির অধিকার। পরবর্তী সময়ে প্রতিবছর দিবসটি পালনে শান্তির নানা প্রস্তাবনা তুলে প্রতিপাদ্য ঠিক করা হয়। যেমন ২০১৯ সালে জলবায়ু সংরক্ষণকে শান্তির বারতা হিসেবে নেয়া হয়েছিল। জাতিসংঘের সকল সদস্য দেশ যে কর্মসূচীতে শান্তির বার্তা বয়ে আনে সেগুলোই শান্তি দিবসের প্রতিপাদ্য হিসেবে প্রস্তাব আনে। পরে তা গৃহীত হয়।
×