ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পূর্ণিমা তিথিতে শিল্পকলায় বাউলগানের আসর

প্রকাশিত: ২৩:১৯, ২১ সেপ্টেম্বর ২০২১

পূর্ণিমা তিথিতে শিল্পকলায় বাউলগানের আসর

স্টাফ রিপোর্টার ॥ মেঘলা বিকেলে প্রশস্ত প্রান্তরে শোনা যায় সুরেলা শব্দ ধ্বনি। বেজে ওঠে একতারা, দোতারা, ঢোল, তবলা, বাঁশি, মন্দিরাসহ রকমারি লোকজ বাদ্যযন্ত্র। বাউলের হাতের ছোঁয়ায় যন্ত্রসঙ্গীতের আশ্রয়ে ধ্বনিত হয় শেকড়সন্ধানী সঙ্গীতের বাণী। এরপর সন্ধ্যা নামতেই মুখরিত হয়ে ওঠে শিল্পকলা একাডেমির উন্মুক্ত আঙ্গিনা। গানে গানে বাউল দল বলে যায় নানা কথা। বটতলায় বসা সেই সঙ্গীতাসর ঘিরে ভিড় জমায় অনুরাগী শ্রোতাকুল। সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির উন্মুক্ত আঙ্গিনায় অনুষ্ঠিত হলো সাধুমেলা নামের এই লোকগানের আসর। মধু পূর্ণিমা উপলক্ষে বাউলকুঞ্জে অনুষ্ঠিত আয়োজনটির প্রতিপাদ্য ছিল ‘মানুষ ছাড়া ক্ষ্যাপারে তুই মুল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি’। প্রতি মাসের পূর্ণিমা তিথিতে একাডেমি আয়োজিত ধারাবাহিক সঙ্গীতাসরের ৩০তম পর্ব ছিল এটি। দেশের নানা প্রান্তের লালন অনুসারী বাউলদের সম্মিলন প্রাণের প্রবাহ ছড়িয়েছে এই লোকসঙ্গীতানুষ্ঠানে। সমির বাউলের কণ্ঠাশ্রিত ‘এলাহি আলমিন গো’ গানের সুরে পরিবেশনা পর্বে সূচনা হয়। এরপর শিল্পকলা একাডেমির বাউল দল গেয়ে শোনায় ‘ধন্য ধন্য বলি তারে’ ও ‘আমার ঘরখানায় কে বিরাজ করে’। আখলিমা বাউল শুনিয়েছেন ‘ও যার নাম শুনিলে আগুন জ্বলে’। জহুরা ফকিরানী গেয়েছেন ‘তুমি বা কার কে বা আমার’। টুনটুন বাউল পরিবেশিত গানের শিরোনাম ছিল ‘তিন পাগলে হলো মেলা’। নয়ন শীলের কণ্ঠে গীত হয় ‘যদি ত্বরিতে বাসনা থাকে’। আয়নাল গেয়েছেন ‘ডুবে দেখ দেখি মন’। রোকসানা আক্তার রূপসা শুনিয়েছেন ‘খাচার ভিতর অচিন পাখি’। ‘না জানি ভাব নদী’ শিরোনামের গান গেয়েছেন আধারী মিলন। ফারজানা আফরিন ইভার কণ্ঠে গীত হয় ‘যার ভাবে মুড়িয়াছি ভাব’। গরিব মুক্তার গেয়েছেন ‘যেখানে সাইয়ের বারামখানা’। বিমল চন্দ্র দাশ শুনিয়েছেন ‘না জানি কোন সময়’। লতিফ শাহ পরিবেশন করেন ‘এই দেশেতে এই সুখ হলো’। দিতি সরকারের কণ্ঠে গীত হয় ‘কৃষ্ণ প্রেমে পোড়া দহ’। এছাড়াও একক কণ্ঠে গান শোনান কিরণ চন্দ্র রায়, হামিদা পারভীন, মাসুদ সামিম ও এম আর মানিক। এই সঙ্গীতায়োজনের পরিকল্পক ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন লালন গবেষক ড. আবু ইসহাক, বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন, প্রখ্যাত চিত্রশিল্পী শহীদ কবির ও একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো। দুই মাসব্যাপী আর্ট এ্যাপ্রিসিয়েশন কোর্স শুরু ॥ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের আয়োজনে সোমবার শুরু হলো দুই মাসব্যাপী দ্বিতীয় আর্ট এ্যাপ্রিসিয়েশন কোর্স। একাডেমির চারুকলা ভবনের সেমিনার কক্ষে কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এছাড়াও উপস্থিত ছিলেন একাডেমির সচিব মোঃ আসাদুজ্জামান, চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম এবং কোর্স পরিচালক শিল্পসমালোচক মইনুদ্দিন খালেদ। আগামী ৩০ নবেম্বর পর্যন্ত চলবে এই শিল্প অধ্যয়ন পর্ব। কোর্সে প্রশিক্ষণ প্রদান করবেন সমরজিৎ রায় চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, ফরিদা জামান, রশিদ আমীন, হামিদুজ্জামান খান, নিসার হোসেন, কনক চাঁপা চাকমা, লিয়াকত আলী লাকী, সৈয়দ মনজুরুল ইসলামসহ দেশের স্বনামধন্য শিল্পী ও গবেষকরা। কোর্সে শিল্পীর সঙ্গে শিল্পালাপ, নন্দনতত্ত¡, শিল্প ও সমাজ, সভ্যতার ইতিহাস, মিসরীয় মেসোপটেমীয় সভ্যতার ইতিহাস, সিন্ধু সভ্যতা, গ্রীক ও রোমান শিল্প, বাইজেন্টাইন আর্ট, রিয়ালিজম, ইম্প্রেশনিজম, পোস্ট-ইম্প্রেশনিজম, এক্সপ্রেশনিজম, কিউবিজম, চিত্রকলা ও ভাস্কর্যসহ বিভিন্ন বিষয়ে মোট ৬৮টি ক্লাস পরিচালিত হবে।
×