ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

১১ নবেম্বর এসএসসি ও ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরুর প্রস্তুতি

প্রকাশিত: ২৩:১৫, ২১ সেপ্টেম্বর ২০২১

১১ নবেম্বর এসএসসি ও ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরুর প্রস্তুতি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ আগামী ১১ নবেম্বর ২০২১ সালের এসএসসি এবং ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু করতে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো। অন্যদিকে গত বছরের মতো এবারেও বাতিল হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। ফলে অনলাইন ও সশরীরে পাঠদান শেষে এ্যাসাইনমেন্টের ভিত্তিতে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের। প্রাথমিকের পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার আয়োজনেও নেই কোন প্রস্তুতি। বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ১১ নবেম্বর এসএসসি ও ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে পরীক্ষার বিষয়ে বিস্তারিত ‘গাইডলাইন’ প্রকাশ করবে ঢাকা শিক্ষা বোর্ড। পরীক্ষা শুরুর ১৫ দিন আগে রুটিন প্রকাশ করা হবে। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে চ‚ড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রতিবছর নবেম্বরের শুরুতে জেএসসি ও জেডিসি এবং একই মাসের শেষের দিকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়। কিন্তু করোনা মহামারীর কারণে গত বছর এই দুই শ্রেণীর পরীক্ষা বাতিল করে এ্যাসাইনমেন্টের ভিত্তিতে পরের শ্রেণীতে উত্তীর্ণ করা হয়। এবার গত ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সপ্তাহে একদিন সশরীরে পাঠদান করা হচ্ছে। ফলে শিক্ষার্থীদের যথাযথ প্রস্তুতি নেয়া সম্ভব হচ্ছে না। এছাড়া আগামী নবেম্বর ও ডিসেম্বর মাসে এসএসসি ও এইচএসসি পরীক্ষার আয়োজন করায় একই সময়ে জেএসসি ও জেডিসি পরীক্ষার আয়োজন করা সম্ভব নয়। এ পরীক্ষার বিষয়ে আগামী মাসের মধ্যে শিক্ষামন্ত্রী চ‚ড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেন বলে জানা গেছে।
×