ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাটোরের বড়াইগ্রামে সুদ ব্যবসার জেরে নারীকে হত্যার অভিযোগ

প্রকাশিত: ২১:০৭, ২০ সেপ্টেম্বর ২০২১

নাটোরের বড়াইগ্রামে সুদ ব্যবসার জেরে নারীকে হত্যার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ নাটোরের বড়াইগ্রামে জাম্বিয়া বেওয়া(৫০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার গড়মাটি মোল্লাপাড়ায় এলাকায় অভিযুক্ত নইমউদ্দিন মোল্লার (৫৫) তামাক ঘরের ভিতর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। তবে নিহতের স্বজনদের দাবি, সুদ ব্যবসার জেরে অভিযুক্ত নইমউদ্দিন জাম্বিয়া বেওয়ার মৃত্যুর ঘটনায় জড়িত থাকতে পারে। জাম্বিয়া বড়াইগ্রাম উপজেলার জোনাইল হরিপুরের মৃত আফসার আলীর স্ত্রী এবং অভিযুক্ত নইমউদ্দিন বড়াইগ্রামের মোল্লাপাড়ার মৃত তাহের মোল্লার ছেলে। সংবাদ পেয়ে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম মৃধা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়রা জানান, স্বামীর মৃত্যুর পর জাম্বিয়া বেওয়া বাবার বাড়িতে চলে আসেন। পরে মোল্লাপাড়া এলাকায় নইমউদ্দিন মোল্লার সাথে সুদ ও জমি বন্ধকী ব্যবসা শুরু করে সে। গত মাসে সে দিশা সংস্থা থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে নইমুদ্দিনকে দেয়। সাপ্তাহিক কিস্তির জন্য জাম্বিয়া নইমউদ্দিনকে বললে সে নানা টাল-বাহানা করতে থাকে। এছাড়া আরও প্রায় নগদ ২ লক্ষ টাকা ও জমি বন্ধক নিয়েও নইমউদ্দিনের সাথে তার বিরোধ চলছিল। রবিবার রাত ৮টার দিকে নইমউদ্দিন টাকা নেয়ার জন্য জাম্বিয়াকে তার বাড়িতে ডেকে নেয়। তারপর থেকেই জাম্বিয়ার আর খোজ পাওয়া যাচ্ছিল না। এদিকে, সোমবার সকাল ৮টার দিকে নইমউদ্দিন নিজেই স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সালামকে মুঠোফোনে জানান, জাম্বিয়া তার তামাক ঘরের বাঁশের আড়ার সাথে রশি লাগিয়ে আত্মহত্যা করেছে। ইউপি চেয়ারম্যান এ ঘটনা থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম মৃধা জানান, মৃতের শরীরে আঘাতের কোন চিহ্ন পায়নি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, মৃত্যুর বিষয়টি আত্মহত্যা নাকি হত্যা তা এখন জানা যায়নি। রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে।
×