ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাজিরপুরে ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

প্রকাশিত: ১৮:০৪, ২০ সেপ্টেম্বর ২০২১

নাজিরপুরে ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর ॥ পিরোজপুর জেলার নাজিরপুরের সদর ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্ণীতির অভিযোগ পাওয়া গেছে। ওই ইউনিয়ন পরিষদের সচিব মো. নুরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে ওই ইউপি’র ৮ সদস্য জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ওই সচিব জন্ম নিবন্ধন , মৃত্যু সনদ, ট্রেড লাইসেন্স সহ বিভিন্ন সনদ প্রদানে ৫শত থেকে ২ হাজার টাকা করে ফি আদায় করেন। এতে তিনি প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০ হাজার টাকা করে অবৈধ হাতিয়ে নিচ্ছেন। ভিজিডি তালিকায় নামে বেনামে চাল তুলে তা তিনি নিজে আত্মসাত করেন। এ ছাড়া ২ হাজার থেকে ৫ হাজার টাকার বিনিময় নিজের খেয়াল-খুশি মত মাতৃত্বকালীন ভাতার তালিকা ভুক্ত করা সহ বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা আবেদনকারীদের কাছ থেকে উৎকোচ গ্রহন করেন। আর এর প্রতিবাদ করলে ইউপি সদস্যদের সাথে অশোভন আচরন করেন। এ ছাড়াও বিভিন্ন নামে ভিজিডির কার্ড করে তার চাল উত্তোলন সহ ভুয়া নামে কার্ড করে তার চাল উত্তোলনের অভিযোগ করা হয়। এ বিষয়ে জানতে অভিযুক্ত ইউপি সচিবের সাথে মুঠোফোনে কথা হলে তার বিরুদ্ধে দেয়া এমন সব অভিযোগ অস্বীকার করেন।
×