ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হুমায়রা সুলতানা নীলা প্রাক্তন শিক্ষক ম্যাপেললিফ ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শ্রেণি : সপ্তম অধ্যায় : তৃতীয় (নিরাপদ ও নৈতিক ব্যবহার)

প্রকাশিত: ২৩:৩৮, ২০ সেপ্টেম্বর ২০২১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শ্রেণি : সপ্তম অধ্যায় : তৃতীয় (নিরাপদ ও নৈতিক ব্যবহার)

বহু নির্বাচনি প্রশ্নোত্তর ১। পৃথিবীর সকল কম্পিউটারগুলো কোথায় যুক্ত আছে? ক) ওয়েবসাইটে খ) ইন্টারনেট গ) উইকিপিডিয়াতে ঘ) গুগলে উত্তর : খ) ইন্টারনেটে ২। তথ্য প্রযুক্তির ব্যবহারে আমাদের কী করতে হবে? ক) সচেতন হতে হবে খ) দূরে থাকতে হবে গ) চোখের আড়াল করতে হবে ঘ) বাধা দিতে হবে। উত্তর : ক) সচেতন হতে হবে ৩। বিপজ্জনক ওয়েবসাইট ছোটদেরকে- i) সংযত করে ii) রুঢ় করে iii) অশালীন করে নিচের কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii উত্তর : গ) ii, iii ৪। গেমে আসক্তির কারণে সন্তান বিক্রি করেছিল কোন দেশীয় দম্পতি? ক) চীন খ) ভারত গ) লাওস ঘ) রাশিয়া। উত্তর : ক) চীন ৫। মানুষের কোনো একটি কাজের মাত্রা ছাড়িয়ে যাওয়াকে কী বলে? ক) জ্ঞানী খ) বিনোদন গ) আসক্তি ঘ) সমাজসেবা। উত্তর : গ) আসক্তি ৬। কপিরাইট আইন সর্বপ্রথম কোথায় প্রণয়ন করা হয়? ক) নেপালে খ) যুক্তরাষ্ট্রে গ) যুক্তরাজ্যে ঘ) রাশিয়ায় উত্তর : গ) যুক্তরাজ্যে ৭। সৃজনশীল কাজ কপি করা যায় কোনটির ক্ষেত্রে? ক) লেখাপড়া খ) গল্প গ) উপন্যাস ঘ) কবিতা উত্তর : ক) লেখাপড়া ৮। কপিরাইটের একেবারে উল্টোটি কী? ক) পাইরেটেড কপি খ) কপিলেফট গ) ফেয়ার হাউজ ঘ) ওপেন সোর্স ফিলস কি উত্তর : খ) কপিলেফট ৯। ওয়েবসাইটে ঢুকে কোনো ক্ষতি না করে বের হয়ে আসে তাকে কী বলে? ক) Black hat hacker খ) White hat hacker গ) Blue hat hacker ঘ) Green hat hacker উত্তর : খ) White hat hacker ১০। প্লেজারিজম এক ধরনের i) অনৈতিক কাজ ii) চুরি iii) মহৎ কাজ নিচের কোনটি সঠিক? ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii উত্তর : ক) i, ii ১১। নিচের কোন ভাইরাসটির কারণে মাইক্রোসফট তাদের ই-মেইল সার্ভার বন্ধ করে দিয়েছিল? ক) Mydoom খ) Mydoom worm গ) Melissa ঘ) Syndrom উত্তর : গ) Melissa ১২। যারা খুব বেশি ইন্টারনেট ব্যবহার করে তাদেরকে কী বলে? ক) DIA খ) IDA গ) IAD ঘ) DAI উত্তর : গ) IAD ১৩। কম্পিউটারে আসক্ত একজন ব্যক্তি- ক) অসামাজিক হয়ে যেতে পারে খ) কম্পিউটারে দক্ষ হতে পারে গ) লেখাপড়ায় ভালো হতে পারে ঘ) জ্ঞান বিজ্ঞানে উন্নতি করতে পারে। উত্তর : ক) অসামাজিক হয়ে যেতে পারে রচনামূলক প্রশ্নোত্তর : প্রশ্ন : ১। কপিলেফট বলতে কী বুঝ? উত্তর : কপিরাইটের উল্টোটি হচ্ছে কপিলেফট। সৃজনশীল কাজের স্রষ্টা সবাইকে যদি তার কাজ কপি করার অনুমতি দেন তবে তাকে কপিলেফট বলে। কপিরাইট এবং কপিলেফট এর মাঝখানে রয়েছে সৃজনী সাধারণ বা ক্রিয়েটিভ কমন্স। সৃজনী সাধারণ লাইসেন্সের বিভিন্ন ক্যাটাগরিতে কর্মস্রষ্ঠার কিছু কিছু অধিকার সংরক্ষিত হয়ে থাকে। অর্থাৎ যে কেউ ইচ্ছে করলে লেখকের বই তার লিখিত বা আইনী অনুমতি ছাড়াই প্রকাশ করতে পারবে। তবে লেখকের নামে প্রকাশ করতে হবে এবং সেটি দিয়ে কোনো মুনাফা করা যাবে না। বর্তমানে এই আইনের আওতায় কম্পিউটার সফট্্ওয়্যারগুলো সারাবিশ্বে ছড়িয়ে দেয়া হয়। প্রশ্ন : ২। সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক সম্পর্কে ব্যাখ্যা করো। উত্তর : ইন্টারনেটে একে অপরের সাথে ভাববিনিময়, ভিডিও এবং চ্যাটিং করার জন্য যে সকল ওয়েবসাইট ব্যবহৃত হয় সেগুলোই সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক। এরকম কিছু সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক হচ্ছে ফেসবুক, টুইটার, লিংকড-ইন, সুমাজি ইত্যাদি। সামাজিক যোগাযোগ নেটওয়ার্কগুলো আমাদের সামাজিক বন্ধনকে আরো সহজ করেছে। সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করে সাধারণ জনগণকে সংগঠিত করে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করা যায়।
×