ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আফগানিস্তানে বিস্ফোরণে নিহত ৩

প্রকাশিত: ০০:৪৮, ১৯ সেপ্টেম্বর ২০২১

আফগানিস্তানে বিস্ফোরণে নিহত ৩

জনকণ্ঠ ডেস্ক ॥ আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে ধারাবাহিক কয়েকটি বিস্ফোরণে অন্তত তিনজন নিহত ও প্রায় ২০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার তালেবানের গাড়ি লক্ষ্য করে টানা পাঁচটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে দুই সূত্রের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। হতাহতদের মধ্যে তালেবান সদস্যরাও আছেন। তালেবানের গাড়িগুলো লক্ষ্য করেই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানানো হয়েছে। কোন গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে জালালাবাদ যে প্রদেশের রাজধানী সেই নানগারহারে জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শক্ত উপস্থিতি রয়েছে। কাবুল তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার পর থেকেই গোষ্ঠীটি তৎপর হয়ে উঠেছে। গত ২৬ আগস্ট কাবুল বিমানবন্দরে ধারাবাহিক কয়েকটি বোমা হামলায় ১৮০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল। আইএস ওই হামলার দায় স্বীকার করেছিল। দুই দশক ধরে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দখলদারিত্ব চলাকালে হওয়া প্রাণঘাতী হামলাগুলোর মধ্যে এগুলো অন্যতম।
×