ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজধানীর ফের ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ৩

প্রকাশিত: ০০:৪৬, ১৯ সেপ্টেম্বর ২০২১

রাজধানীর ফের ভেজাল ওষুধ জব্দ, গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার ॥ ফের ভেজাল ওষুধ জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার বিকেলে রাজধানীর বাবুবাজার সুরেশ্বরী এলাকার তিন ফার্মেসি ও গোডাউন থেকে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি লালবাগ বিভাগ। গ্রেফতাররা হলো- মেডিসিন ওয়ার্ল্ড ফার্মেসির ফয়সাল আহমেদ, লোকনাথ ড্রাগের সুমন চন্দ্র মল্লিক ও রাফসান ফার্মেসির লিটন গাজী। ডিবি বলছে, তিনটি ফার্মেসিতে থরে থরে সাজানো জীবন রক্ষাকারী ওষুধ, জন্ম-নিরোধক আই-পিল, যৌন উত্তেজক ওষুধ, ভারতীয় মুভ, বেটনোভেট এন ক্রিম, ওমিপ্রাজলসহ দেশি-বিদেশি বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের ওষুধ ও ক্রিম। কিন্তু এসব ওষুধের সবই নকল। ডিবি লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোঃ সাইফুর রহমান আজাদ জানান, ৫০০টি নকল হোয়াইটফিল্ড মলম, নকল ২৫০টি নিক্স রুবিং বালাম, ৩৫০টি ভেটনোবিট-সি ক্রিম ও ৩০টি নকল রিং গার্ড টিউব ক্রিম, প্রোটোবিট এক হাজার ক্যাপসুল, ১০০ বক্স নকল নেপ্রোক্সিন প্লাস ট্যাবলেটস, ১০০ পাতা সানাগ্রা ট্যাবলেট ৪০০ পিস ও তিন বক্স পেরিয়্যাকটিন ট্যাবলেট দেড় হাজার পিস, ১২০ পাতা জন্মনিরোধক নকল আই-পিল ১০০ পিস, ৭৫টি পিলের খালি প্যাকেট, ৮ বক্স নকল সুপার গোল্ড কস্তুরিসহ অনেক ওষুধ। অভিযানে ওষুধ প্রশাসনের এটিএম কিবরিয়া খান ও মোঃ মওদুদ আহমেদও উপস্থিত ছিলেন। গ্রেফতারদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
×