ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে নির্মাণাধীন ভবনে শ্রমিকের ঝুলন্ত লাশ

প্রকাশিত: ২২:০৯, ১৯ সেপ্টেম্বর ২০২১

রাজধানীতে নির্মাণাধীন ভবনে শ্রমিকের ঝুলন্ত লাশ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বিমানবন্দর এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে ইয়াছিন ব্যাপারী (১৯) নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোর ৪টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় বিমানবন্দর থানা পুলিশ। মৃত ইয়াছিন মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার মাইজগাঁও এলাকার মৃত আল আমিন মিয়ার ছেলে। বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার সাজ্জাদ হোসেন বলেন, ভোরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশের ওই ১৪ তলা ভবনের নিচ তলা থেকে দরজা ভেঙ্গে ইয়াছিনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার গলায় নাইলনের দড়ি বাঁধা ছিল। ইয়াছিন ওই ভবনে লেবারের কাজ করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে মৃত ইয়াছিনের মামা নজরুল ইসলাম বলেন, ইয়াছিন দেড় মাস আগে ওই ভবনের কাজে যোগ দেয়। সে খুব বিনয়ী স্বভাবের ছিল। কারও সঙ্গে কথা বলত না। বন্ধু-বান্ধবও ছিল না। তার আত্মহত্যার ব্যাপারে আমাদের সন্দেহ আছে।
×