ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জন্মনিরোধক পিল-ওমিপ্রাজলসহ নামিদামি ব্র্যান্ডের নকল ওষুধে ভরপুর ফার্মেসী!

প্রকাশিত: ২১:৪৭, ১৮ সেপ্টেম্বর ২০২১

জন্মনিরোধক পিল-ওমিপ্রাজলসহ নামিদামি ব্র্যান্ডের নকল ওষুধে ভরপুর ফার্মেসী!

অনলাইন রিপোর্টার ॥ ফার্মেসিতে থরে থরে সাজানো জীবন রক্ষাকারী ওষুধ, জন্ম-নিরোধক আই-পিল, যৌন উত্তেজক ওষুধ, ভারতীয় মুভ, বেটনোভেট এন ক্রিম, ওমিপ্রাজলসহ দেশি-বিদেশি বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের ওষুধ ও ক্রিম। কিন্তু এসব ওষুধের সবই নকল। অসুস্থ কোনো ব্যক্তি এসব নকল ওষুধ সেবনের পর সুস্থ হওয়ার বিপরীতে জীবনহানির আশঙ্কায় পড়েন। এ ধরনের একটি চক্র কিছু ফার্মেসিতে নকল ওষুধ বিক্রি করে। অতিরিক্ত লাভের আশায় ফার্মেসি মালিকরাও এসব ওষুধ কিনছেন এবং বিক্রি করছেন। আবার এসব ওষুধ সেবনের পর হরহামেশা প্রতারিত হচ্ছেন অসুস্থ ব্যক্তিরা। নকল ওষুধ বিক্রির অভিযোগে রাজধানীর পুরান ঢাকার বাবুবাজার সুরেশ্বরী এলাকার তিন ফার্মেসি ও তাদের গোডাউন থেকে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতাররা হলেন মেডিসিন ওয়ার্ল্ড ফার্মেসির ফয়সাল আহমেদ (৩২), লোকনাথ ড্রাগের সুমন চন্দ্র মল্লিক (২৭) ও রাফসান ফার্মেসির মো. লিটন গাজী (৩২)। শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সন্ধ্যায় লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. সাইফুর রহমান আজাদ এসব তথ্য জানান। অভিযানে মেডিসিন ওয়ার্ল্ড ফার্মেসি থেকে উদ্ধার করা হয় ৫০০টি নকল Whitefield মলম, নকল ২৫০টি NIX RUBBING BALAM, ৩৫০টি BETNOVATE-C টিউব ক্রিম ও ৩০টি নকল Ring Guard টিউব ক্রিম। লোকনাথ ড্রাগ থেকে উদ্ধার করা হয়- Protobit এক হাজার ক্যাপসুল, ১০০ বক্স নকল NAPROXEN PLUS Tablets তিন হাজার পিস, ১০০ পাতা SANAGRA ট্যাবলেট ৪০০ পিস ও তিন বক্স Periactin ট্যাবলেট দেড় হাজার পিস। রাফসান ফার্মেসি থেকে উদ্ধার করা হয় ১২০ পাতা জন্মনিরোধক নকল আই-পিল ১০০ পিস, ৭৫টি পিলের খালি প্যাকেট, ৮ বক্স নকল Super Gold Kosturi ১৬০ পিস, ১১৫ বক্স নকল ENO, ১১০টি টিইউব নকল MOOV, নকল ৪২০ কৌটা গ্যাকেজিমা, ৩০০টি নকল Vix Cold Plus ও ২০ কৌটা Vaporub।
×