ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ছয় ঘণ্টা পর চলল ট্রেন

প্রকাশিত: ১০:৫২, ১৮ সেপ্টেম্বর ২০২১

ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ছয় ঘণ্টা পর চলল ট্রেন

অনলাইন রিপোর্টার ॥ ছয় ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সোহাগী রেলস্টেশনে বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় রাত সাড়ে নয়টা থেকে এই রুটে ৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে রাত সাড়ে ৩টার দিকে রুটটিতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, রাত ৮টার দিকে বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ময়মনসিংহ থেকে ছেড়ে যায়। সোহাগী রেলস্টেশনে পৌঁছার পর ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ময়মনসিংহ থেকে চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। ইঞ্জিন বিকলের খবর পেয়ে ময়মনসিংহের কেওয়াটখালি লোকোশেড থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। পরে বিকল ট্রেনটি ঠিক করা হলে রাত সাড়ে তিনটার দিকে ট্রেন যোগাযোগ স্বাভাবিক করা হয়।
×