ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বরিশালে জেলেদের জালে ৩০ কেজি ওজনের কাতল

প্রকাশিত: ১০:৪২, ১৮ সেপ্টেম্বর ২০২১

বরিশালে জেলেদের জালে ৩০ কেজি ওজনের কাতল

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দুর্গাসাগর দিঘিতে শৌখিন মৎস্য শিকারীর বড়শিতে ধরা পরেছে ৩০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতলা মাছ। প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে মাছটি দিঘির পাড়ে তোলা হয়েছে। এনিয়ে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বরগুনার কলেজ রোড এলাকার বাসিন্দা ও শৌখিন মৎস্য শিকারী বাপ্পী সরদার জানান, বৃহস্পতিবার বিকেল থেকে তিনি ও তার বন্ধুরা টিকিট কিনে বড়শি দিয়ে মাছ শিকারে অংশগ্রহণ করেন। শুক্রবার সন্ধ্যায় তার বড়শিতে মাছটি আটকা পরে। প্রায় তিন ঘন্টার চেষ্টায় মাছটি দিঘির পাড়ে আনার পর পুরো দিঘি এলাকায় বেশ হইচই পরে যায়। তিনি আরও জানান, পরবর্তীতে মাছটি ওজন করে দেখা গেছে ৩০ কেজির একটু বেশি। যা গত ১০ বছরে দুর্গাসাগর দিঘিতে এতো বড় মাছ পাওয়া যায়নি।
×