ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দীর্ঘ ১৯ মাস পর

১৬৫০ উপসহকারী কৃষি কর্মকর্তা রবিবার কাজে যোগ দিচ্ছেন

প্রকাশিত: ০০:৪৮, ১৮ সেপ্টেম্বর ২০২১

১৬৫০ উপসহকারী কৃষি কর্মকর্তা রবিবার কাজে যোগ দিচ্ছেন

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ আইনী জটিলতায় দীর্ঘ ১৯ মাস স্থগিত থাকার পর ১৬৫০ উপ-সহকারী কৃষি কর্মকর্তা রবিবার থেকেই চাকরিতে যোগদান করবেন বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ আসাদুল্লাহ। শুক্রবার বিকেলে শেরপুরের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত মতবিনিময় সভা শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তিনি বলেন, ওই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে দায়ের করা রিট আবেদন নিয়ে জারি করা রুল গত বৃহস্পতিবার উচ্চ আদালত খারিজ করে দেয়ায় তাদের যোগদানে আর কোন বাধা নেই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনী লড়াইয়েই প্রমাণিত হয়েছে নিয়োগ প্রক্রিয়া বৈধ ছিল। তার মতে, উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক এখন ওই কর্মকর্তারা যোগদান করলে ‘এক ইঞ্চি জায়গাও পতিত রাখা যাবে না’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে আরও এগিয়ে যাবে কৃষি বিভাগ।
×