ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আফগানিস্তানে বিশৃঙ্খলা ॥ ডাচ পররাষ্ট্রমন্ত্রী সিগ্রেদের পদত্যাগ

প্রকাশিত: ২১:৪৬, ১৭ সেপ্টেম্বর ২০২১

আফগানিস্তানে বিশৃঙ্খলা ॥ ডাচ পররাষ্ট্রমন্ত্রী সিগ্রেদের পদত্যাগ

অনলাইন ডেস্ক ॥ আফগানিস্তান থেকে নাগরিক ও সহযোগীদের সরিয়ে আনার কার্যক্রম ‘ভুলভাবে পরিচালিত হয়েছে’ সাংসদরা এমনটা বলার পর পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী সিগ্রেদ কাগ। এ নারীই পশ্চিমা দেশগুলোর প্রথম কোনো মন্ত্রী যিনি তালেবানের ক্ষমতা দখলের পর আফগানিস্তান ছাড়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর কর্মকাণ্ডে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, তার প্রতিক্রিয়ায় সরে দাঁড়ালেন। বিবিসি জানিয়েছে, ডাচ পার্লামেন্টে আফগানিস্তান নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর কর্মকাণ্ডে অসন্তোষ জানিয়ে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস হওয়ার পর কাগ মন্ত্রীত্ব ছাড়ার ঘোষণা দেন। সাংসদরা বলেন, আফগানিস্তান পরিস্থিতিতে সরকারের প্রতিক্রিয়া ছিল শ্লথগতির, যে কারণে নেদারল্যান্ডস অনেক আফগানকে ছেড়ে আসতে বাধ্য হয়েছে, যাদেরকে দেশটি থেকে বের করে আনা যেত। কাগ বলেছেন, তিনি তার নেওয়া পদক্ষেপের পক্ষে থাকলেও সাংসদদের রায় মাথা পেতে নিয়েছেন। আফগানিস্তানে তালেবানের পুনরুত্থান নিয়ে সতর্কতার বিপরীতে নেদারল্যান্ডস সরকার খুবই ধীরগতিতে পদক্ষেপ নেয় এবং পরে তালগোল পাকিয়ে ফেলে বলেও স্বীকার করে নিয়েছেন তিনি। আগস্টের শেষ দুই সপ্তাহে নেদারল্যান্ডস আফগানিস্তান থেকে ২ হাজারের মত লোককে সরিয়ে নিতে পারলেও কয়েকশ স্থানীয় কর্মী এবং যারা ডাচ সেনাদের দোভাষী হিসেবে কাজ করেছিল তাদেরকে ফেলে যেতে বাধ্য হয়। কাগ জানান, তার সরকার ‘ভুল মূল্যায়নের’ ভিত্তিতে কাজ করেছিল। “কিন্তু তালেবানের উত্থান সবাইকে চমকে দিয়েছিল, এমনকী তালেবানকেও,” বলেছেন তিনি। অনাস্থা প্রস্তাব গৃহীত হওয়ায় পদত্যাগ করা ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না বলেও মন্তব্য করেন এ নারী। “পার্লামেন্ট রায় দিয়েছে মন্ত্রিসভা দায়িত্বশীল কাজ করেনি; নীতি প্রত্যাখ্যাত হলে মন্ত্রীর তো অবশ্যই চলে যাওয়া উচিত,” বলেছেন তিনি। মন্ত্রিত্ব ছাড়লেও কাগ মধ্যপন্থি ডি৬৬ দলের শীর্ষ পদে থাকছেন। চলতি বছরের মার্চের নির্বাচনে ২৪টি আসন জিতে প্রতিনিধি পরিষদে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়া ডি৬৬ এখন নতুন একটি জোট সরকার গঠনের আলোচনায় মগ্ন। সাবেক কূটনীতিক কাগ বৃহস্পতিবার সাংসদদের উদ্দেশ্যে বলেন, আন্তর্জাতিক বিষয়াবলী তার ‘প্যাশন’ আর মন্ত্রিত্ব তার পেশা। পদ ছেড়ে দেওয়ায় তিনি শুক্রবার লন্ডনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের বৈঠকে থাকছেন না বলেই অনুমান করা হচ্ছে। আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পর পদত্যাগকারী প্রথম পররাষ্ট্রমন্ত্রী কাগের পাশাপাশি ডাচ পার্লামেন্টে প্রতিরক্ষা মন্ত্রী অঙ্ক বাইলেফেল্ডের বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব গৃহীত হয়েছে, তবে তিনি পদত্যাগ করেননি। আফগানিস্তান সংকটে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা হওয়ার পর কয়েকদিন আগে বরিস জনসন ওই পদে লিজ ট্রাসকে নিয়ে আসেন।
×