ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সুপারী চুরির দৃশ্য ভিডিও করায় লক্ষ্মীপুরে অটোরিক্সা চালককে হত্যা

প্রকাশিত: ১৭:৩৫, ১৭ সেপ্টেম্বর ২০২১

সুপারী চুরির দৃশ্য ভিডিও করায় লক্ষ্মীপুরে অটোরিক্সা চালককে হত্যা

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে সুপারি চুরির ঘটনাকে কেন্দ্র করে মো. দুলাল নামের ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে চন্দ্রগঞ্জ থানায় এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকা অভিযুক্ত যুবক মেহেদী হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার মান্দারি ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত দুলাল স্থানীয় মোহম্মদনগরর গ্রামের মৃত আজিজ উল্যার ছেলে ও পাঁচ সন্তানের জনক। পেশায় তিনি একজন অটোরিকশা চালক। গ্রেফতারকৃত মেহেদী দুলাল হত্যা মামলার প্রধান আসামী একই গ্রামের হাফিজের ছেলে। এ ব্যাপারে মেহেদীকে প্রধান আসামী করে তিনজনকে অভিযুক্ত করে শুক্রবার একটি হত্যা মামলা রুজু হয়েছে চন্দ্রগঞ্জ থানায়। মামলার বাদী নিহতের ছেলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ইউপি সদস্য মাসুদ মেম্বারের সুপারি বাগান থেকে সুপারি চুরি করে নাজিম ও আসিফ নামের দুইজন। এ সময় চুরির দৃশ্যটি মোবাইলে ভিডিও ধারণ করে অটোরিকশা চালক দুলালের ছেলে মুরাদ। এ সময় সুপারী চুরির ভিডিও সুপারির বাগান মালিককে দেখিয়ে দেবে বললে নাজিম ও আসিফ তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। ওই সময় দুলাল (নিহত) এর ছেলে মুরাদকে তুলে নিয়ে প্রাণে হত্যা করার জন্য এক পর্যায়ে সুপারি চোর নাজিম তার বন্ধু মেহেদী হাসানকে ভাড়া করে। এ ঘটনার জের ধরে রাতে বাড়ির পাশের দোকানে দুলাল ও মেহেদী হাসানের বাবা হাফিজের বাকবিতন্ডা হয়। এ সময় অকস্মাৎ দুলালের পেটে ছুরিকাঘাত করে সুপারি চোর নাজিমের বন্ধু মেহেদী। এতে সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটে পড়েন অটোকরিক্সা চালক দুলাল। এ সময় স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে নিহতের ছেলে রাশেদ ও বোন জীবনীসহ স্বজনরা জানায়, অটোরিক্সা চালক দুলাল কয়েকদিন পূর্বে ঋণ নিয়ে অটোরিক্সাা কেনে ইহার আয় দিয়ে সংসার চালাতেন। বর্তমানের সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। তারা এ ঘটনার সুষ্টু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচারের দাবী করেছেন। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মেহেদী হাসান নামে এক জনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে তিন জনকে আসামী করে থানায় একটি হত্যা রুজু হয়েছে। মামলার বাদী নিহতের ছেলে রাশেদ হোসেন। অপর আসামীদের পাকড়াও করতে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।
×