ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে তিনটি মসজিদে অভিযান, জঙ্গী সন্দেহে ৬১ জন আটক

প্রকাশিত: ১৬:০৬, ১৭ সেপ্টেম্বর ২০২১

দিনাজপুরে তিনটি মসজিদে অভিযান, জঙ্গী সন্দেহে ৬১ জন আটক

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর সদর, বিরল ও বোচাগঞ্জ উপজেলায় পৃথক তিনটি মসজিদে অভিযান চালিয়ে জঙ্গী তৎপরতার সঙ্গে জড়িত সন্দেহে ৬১ জনকে আটক করেছে অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ)। বৃহস্পতিবার রাত ১২টা থেকে ২টা পর্যন্ত এ অভিযান পারিচালনা করা হয়। এ সময় সদর উপজেলার মেদ্দাপাড়ায় ‘বায়তুল ফালা’ জামে মসজিদ থেকে ৩০ জন, বিরল উপজেলার ‘বিরল বাজার’ জামে মসজিদ থেকে ১৭ জন এবং বোচাগঞ্জের আটগাঁও ইউনিয়নের ‘বড়ুয়া গ্রাম’ জামে মসজিদ থেকে ১৪ জনকে আটক করা হয়। কয়েকটি মসজিদে অভিযান চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার। তিনি জানান, ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা কয়েকটি মসজিদে অভিযান চালিয়েছেন। তারা আমাদের সহযোগিতা চাইলে, সহায়তার জন্য দিনাজপুর থেকে পুলিশ সদস্যদের দেওয়া হয়েছিল। পুলিশ সূত্র জানায়, ওই তিনটি মসজিদে দু’দিন আগে ঢাকা থেকে তাবলিগ জামাত এসেছিল। অ্যান্টি টেররিজম ইউনিটের কাছে তথ্য ছিল, তারা জঙ্গি কার্যক্রম পরিচালনা করতে তাবলিগ জামাতের নামে, দিনাজপুর সদর উপজেলার মেদ্দাপাড়ায় বায়তুল ফালা জামে মসজিদ, বিরল উপজেলার বিরল বাজার জামে মসজিদ ও বোচাগঞ্জের আটগাঁও ইউনিয়নের বড়ুয়া গ্রাম জামে মসজিদে অবস্থান করছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে দিনাজপুর পুলিশের সহযোগিতায় রাত ১২টা থেকে ২টা পর্যন্ত মসজিদ তিনটিতে অভিযান চালানো হয়। অভিযানে আটকদের সঙ্গে থাকা বিছানাপত্রসহ যাবতীয় মালামাল জব্দ করেছে পুলিশ। আটকের পর রাতেই তাদের দিনাজপুর পুলিশ লাইনে নেওয়া হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন শুক্রবার বলেন, যাচাই-বাচাই না করে এ মুহূর্তে কিছু বলা সম্ভব না।
×