ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাইবান্ধায় তক্ষকসহ আটক ৪

প্রকাশিত: ২০:০৪, ১৬ সেপ্টেম্বর ২০২১

গাইবান্ধায় তক্ষকসহ আটক ৪

সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধায় কোটি টাকা মূল্যের ছয়টি বিরল প্রজাতির বন্যপ্রাণী তক্ষকসহ চার প্রতারককে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুরে বাহিনীটির সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।আটকরা হলেন- শাহজাহান মিয়া, ওসমান গণি, জাকির হোসেন ও সাহাবুল মিয়া। এদের সবার বাড়ি গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলায়। বজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদ পেয়ে র‌্যাব বৃহস্পতিবার ভোরে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার বিশ্রামগাছী গ্রামে অভিযান চালায়। এ সময় এই চক্রের চারজনকে আটক করা হয়। তবে আরও ছয় থেকে সাতজন পালিয়ে যায়। পরে তাদের দেয়া তথ্যমতে লুকিয়ে রাখা ছয়টি বিরল প্রজারিত তক্ষক উদ্ধার করা হয়। র্যাব জানিয়েছে, উদ্ধার তক্ষকগুলোর কথিত বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। প্রাণিগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।মাহমুদ বশির আহমেদ বলেন, আটকদের পলাশবাড়ি থানায় হস্তান্তর করে মামলা করা হবে
×