ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

প্রকাশিত: ২২:৩৫, ১৬ সেপ্টেম্বর ২০২১

হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ বলের সমান রান তাড়ায় দৃঢ় ব্যাটিংয়ে দলকে ঠিকানায় পৌঁছে দিলেন কুইন্টন ডি কক ও রিজা হেনড্রিকস। তাদের অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটিতে রেকর্ড গড়ে জিতল দক্ষিণ আফ্রিকা। কলম্বোয় তৃতীয় ও শেষ টি২০তে ১০ উইকেটে জিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে দক্ষিণ আফ্রিকা। রান তাড়ায় শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০তে এটাই তাদের সবচেয়ে বড় জয়। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ৮ উইকেট হারিয়ে ১২০ রান করে শ্রীলঙ্কা। ডি ককের ৫৯ ও হেনড্রিকসের ৫৬ রানের ইনিংসে দক্ষিণ আফ্রিকা তা ছুঁয়ে ফেলে ৩২ বল বাকি থাকতে। এই দুইজনের ১২১ রানের অবিচ্ছিন্ন জুটি শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০তে দক্ষিণ আফ্রিকার যেকোন উইকেটেই সর্বোচ্চ। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় শ্রীলঙ্কা। শুরু দ্বিতীয় ওভারে। ২ চারে ১২ রান করে কাগিসো রাবাদাকে ফিরতি ক্যাচ দিয়ে ফিরে যান আভিশকা ফার্নান্দো। পরের ওভারে বিয়ন ফোরটানের বলে স্টাম্পড ধনাঞ্জয়া ডি সিলভা। ভানুকা রাজাপাকসেকে বোল্ড করে দেন রাবাদা। ২৮ রানে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। বিপদে পড়া দলকে কিছুক্ষণ টানেন কুসল পেরেরা ও কামিন্দু মেন্ডিস। তবে লম্বা হয়নি তাদের প্রতিরোধ। রান তাড়ায় আত্মবিশ্বাসী শুরু করেন ডি কক ও হেনড্রিকস। পাওয়ার প্লেতেই তারা তুলে ফেলেন ৪৬ রান। একই গতিতে রান বাড়াতে থাকেন দুইজন। জুটি ভাঙ্গার সুযোগ শ্রীলঙ্কার সামনে আসে দশম ওভারে। মাহিশ থিকশানাকে সুইপ করে মিড উইকেটে তুলে দেন ৩৬ রানে থাকা ডি কক। চেষ্টা করেও বল হাতে জমাতে পারেননি ফিল্ডার। এক ওভার পর আরেকটি জীবন পান দক্ষিণ আফ্রিকার এই কিপার-ব্যাটসম্যান। এরপর আর তাদের থামাতে পারেনি শ্রীলঙ্কা। ৪০ বলে ফিফটি তুলে নেন ডি কক।
×