ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাদুকানু এখন অনুপ্রেরণার নাম

প্রকাশিত: ২২:৩৫, ১৬ সেপ্টেম্বর ২০২১

রাদুকানু এখন অনুপ্রেরণার নাম

স্পোর্টস রিপোর্টার ॥ গত কয়েকটি সপ্তাহ যেন স্বপ্নের মতো কেটেছে এমা রাদুকানুর। ইউএস ওপেনের শুরু থেকেই চমকপ্রদ পারফর্মেন্স উপহার দেয়া গ্রেট ব্রিটেনের এই তরুণী সোমবার যোগ দেন নিউ ইয়র্কের গালা মিটে। সেখানে টেনিসের বাইরেও উপস্থিত ছিলেন শোবিজ জগতের নামকরা সব তারকারা। তবে সদ্য সমাপ্ত ইউএস ওপেনের চ্যাম্পিয়ন এমা রাদুকানু আলাদাভাবেই নজর কুড়িয়েছেন। এরপর নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ পরিদর্শন করেন ১৮ বছরের এই তরুণী। চলতি বছরের শুরুতেই ‘এ’ লেভেলের পড়াশোনা সম্পন্ন করেছেন রাদুকানু। যেখানে গণিতে এ স্টার অর্থাৎ সর্বোচ্চ পয়েন্ট অর্জন করেছিলেন তিনি। যে কারণে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের প্রতি তার বাড়তি আকর্ষণ ছিল। সেজন্য সেখানে গিয়ে নিজের উচ্ছ্বাস ও রোমাঞ্চের কথা জানিয়েছেন রাদুকানু। দীর্ঘ ৪৪ বছর পর গ্রেট ব্রিটেনকে কোন গ্র্যান্ডস্লাম উপহার দেয়া রাদুকানু এখন ইংল্যান্ডে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন। সেইসঙ্গে কিছুদিন বিশ্রামে থাকার কথা জানান তিনি। এরপর আবারও অনুশীলনে ফেরার কথাও জানিয়েছেন ইউএস ওপেনের নতুন রানী। কোথায় থেকে শুরু করবেন পরবর্তী মিশন? এ ব্যাপারে রাদুকানু নিশ্চিত না জানলেও ইন্ডিয়ান ওয়েলস থেকেই নতুন মিশন শুরুর ইঙ্গিত দিয়েছেন। এ ব্যাপারে রাদুকানু বলেন, ‘আমি যতটুকু জানি, সম্ভবত আগামী সোমবার কিংবা আগামী সপ্তাহের শুরুর দিকেই আমাকে অনুশীলনে ফিরতে হবে। পরবর্তী আসর হতে পারে ইন্ডিয়ান ওয়েলস, আমি অবশ্য নিশ্চিত নই। সেটা সূচী অনুযায়ীই হবে। তবে আগামী টুর্নামেন্টের আগে যে আমি লন্ডন ফিরছি সেটা নিশ্চিত। গত সাত সপ্তাহে কর্মব্যস্ততার মধ্যে কাটানোর পর আমার কিছুটা বিশ্রামের প্রয়োজন। এরপরই আমি আবারও সরাসরি অনুশীলনে ফিরতে চাই। আরও ভালো করার জন্য আমি মুখিয়ে রয়েছি। সামনে আমি বেশ কয়েকটি টুর্নামেন্টে খেলতে চাই।’ স্থানীয় সময় গত শনিবার ইউএস ওপেনের ফাইনালে বাজিমাত করেন রাদুকানু। কানাডার ১৯ বছরের তরুণী লেইলা ফার্নান্দেজকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম মেজর শিরোপা জয়ের স্বাদ পান তিনি। সেইসঙ্গে ইতিহাসের প্রথম কোয়ালিফায়ার খেলোয়াড় হিসেবে কোন গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ডও গড়েন। অষ্টাদশী সেই এমা রাদুকানু এখন লিভারপুল শিবিরেরও সেরা প্রেরণা! গতকাল বুধবার ঘরের মাঠে এসি মিলানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের অভিযান শুরু করে লিভারপুল। তার আগে সংবাদ সম্মেলনে ক্লাবের অভিজ্ঞ কোচ জার্গেন ক্লপের মুখেও শোনা গেল ইউএস ওপেনের চ্যাম্পিয়ন এমা রাদুকানুর নাম। তিনি বলেন, ‘অনেক দিন আগে মহিলাদের টেনিসের একটা পুরো ম্যাচ দেখেছিলাম। তার পরে আবার দেখলাম এই ম্যাচটা। রাদুকানুর গতি, শক্তি এবং উদ্যম আমাকে অভিভূত করে দিয়েছে।’ ক্লপ অবশ্য এখানেই থামেননি। তিনি আরও বলেন, ‘মাত্র ১৮ বছর বয়সে এমা কোর্টে এবং কোর্টের বাইরে যে পরিণতবোধের পরিচয় দিয়েছে, তা বিস্ময়কর। এর চেয়ে বড় প্রেরণা আর কী হতে পারে। শুধুমাত্র একটা ম্যাচ নয়, আমি মনে করি রাদুকানু এবং প্রতিপক্ষ লেইলা ফার্নান্দেজের এই লড়াই গোটা বিশ্বের কাছেও নতুন এক বার্তা দিয়েছে। তা হলো তারুণ্যের তেজ পারে সমস্ত প্রথাগত ভাবনা ভেঙ্গে নতুন দিগন্তের দিশা দিতে।’
×