ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ২২:২৮, ১৬ সেপ্টেম্বর ২০২১

টুকরো খবর

বন্ধ রাস্তা চালুর উদ্যোগ স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা মহানগরীর খালিশপুরস্থ ক্রিসেন্ট জুট মিল ও পিপলস জুট মিলের সীমানা সংলগ্ন বন্ধ রাস্তাটি পুনরায় চালু করার লক্ষ্যে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বুধবার সড়কটি সরেজমিন পরিদর্শন করেন। সড়ক পরিদর্শনকালে কেসিসি’র কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টু, ডালিম হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক ইউসুফ আলী, কেসিসি’র প্রধান প্রকৌশলী এজাজ মোর্শেদ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মশিউজ্জামান খান, সহকারী প্রকৌশলী শেখ মোহাম্মদ হোসেন, এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার, শ্রম অধিদফতর-খুলনার পরিচালক (চলতি দায়িত্ব) মিজানুর রহমান, দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব-উল আলম, সহকারী কমিশনার (ভূমি) আলিমুজ্জামান মিলন, ২২৫ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্রের প্রধান প্রকৌশলী হাসিবুল হাসান, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিঃ এর নির্বাহী প্রকৌশলী এজাজ মামুনসহ জুটমিলের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানব পাচারকারী চক্রের সদস্য গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ আরব আমিরাতে ভাল চাকরি দেয়ার আশ্বাস দিয়ে ইরাকে একটি বন্দী শালায় আটক রেখে পরিবারের কাছে অর্থ আদায়ের অভিযোগে ২ মানব পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার রাতে রংপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মানব পাচার চক্রের রংপুর অঞ্চলের প্রধান মুজিবুর রহমান মুছা (৫৫) ও তার সহযোগী অহিদুল ইসলাম (৫০)কে গ্রেফতার করে র‌্যাব। র‌্যাব-১৩ সহকারী পরিচালক মিডিয়া ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহামেদ স্বাক্ষরিত বুধবার বিকেলে সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। আওয়ামী লীগ নেতা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠির রাজাপুরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে সিদ্দিকুর রহমান সিকদার (৫০) নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা গ্রামে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। গৃহবধূ বাদী হয়ে মঙ্গলবার রাতে রাজাপুর থানায় মামলা দায়ের করলে গ্রামের বাড়ি থেকে অভিযুক্ত আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে পুলিশ। সিদ্দিকুর রহমান শুক্তাগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কেওতা গ্রামের মৃত মোহাম্মদ আলী সিকদারের ছেল। মেশিনে পেঁচিয়ে শ্রমিক নিহত সংবাদদাতা, সীতাকুন্ড ॥ চট্টগ্রামের সীতাকুন্ডে জিআই তার তৈরি কারখানায় কাজ করার সময় মেশিনে পেঁচিয়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রায়হান (২০) নামের এই শ্রমিক কুমিল্লা জেলার লাকসাম থানার আজগরা ইউনিয়নের সমিরের পুত্র। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ছোট কুমিরা ইলিয়াস পেট্রোল পাম্প নামক এলাকার বেকসন ওয়্যারড্রয়িং ইন্ডাস্ট্রিজ কারখানায় এ ঘটনা ঘটে। অক্সিজেন সিলিন্ডার প্রদান নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ করোনাভাইরাস কিংবা অন্যান্য জটিলতায় আক্রান্ত রোগীদের ব্যবহারের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে ৬৪টি মেডিক্যাল অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। বুধবার সকালে পটুয়াখালী জেলা পরিষদ মিলনায়তনে সিভিল সার্জন জাহাঙ্গীর আলম সিপনের কাছে জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান মোহন এসব অক্সিজেন সিলিন্ডার ও মাস্ক হস্তান্তর করেন। অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আলী আহম্মেদ, পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ লোকমান হাকিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ রফিকুল ইসলাম। কারেন্ট জাল ধ্বংস নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, টাঙ্গাইল ॥ বিপুল পরিমাণ অবৈধ চায়না কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার তরফপুর ইউনিয়নের ছলিমনগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের হোসেন কমপক্ষে ১০টি অবৈধ চায়না জাল উদ্ধারের পর ধ্বংস করেন। অন্যদিকে মোবাইল কোর্টের বিচারক লাইসেন্স ব্যতীত মৎস্য খাদ্য বিক্রি করার অপরাধে সদরের ব্যবসায়ী উপজেলার হাতকুড়া গ্রামের মেসার্স শামসুল ট্রেডার্সের মালিক আব্দুল হালিমকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
×