ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ছেলের হাতে বন্দী মাকে উদ্ধারে ব্যর্থ জনপ্রতিনিধি

প্রকাশিত: ২২:২০, ১৬ সেপ্টেম্বর ২০২১

ছেলের হাতে বন্দী মাকে উদ্ধারে ব্যর্থ জনপ্রতিনিধি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানার অন্ধারমানিক ইউনিয়নে খাদিজা বেগম (৯৫) নামের এক বৃদ্ধ মাকে ১৫ দিন ধরে গৃহবন্দী রেখেছেন তার পুত্র মকবুল আহমেদ খান। ঘটনাটি জানতে পেরে বুধবার সকালে বৃদ্ধাকে উদ্ধারে ছুটে যান স্থানীয় ইউপি চেয়ারম্যান। কিন্তু ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়েছে তাকে। তিনি আন্ধারমানিক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত ইয়াসিন খানের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট থেকে বৃদ্ধ মায়ের সম্পত্তি লিখে নেয়ার জন্য ঘরে আটকে রেখেছে ছেলে মকবুল খান। এ ঘটনায় বৃদ্ধ মাকে উদ্ধারের দাবি জানিয়ে অপর দুই ছেলে সেলিম খান ও আলী আহমেদ খান এবং মেয়ে ছকিনা বেগম কাজিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে বৃদ্ধকে গৃহবন্দী রাখার খবর পেয়ে ছেলে মকবুলের বাড়িতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে যান আন্ধারমানিক ইউনিয়নের চেয়ারম্যান কাজী সহিদুল ইসলাম। তারা প্রায় দুইঘণ্টা বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকলেও মকবুল ও তার পরিবারের সদস্যরা দরজা খোলেননি। তথ্যের সত্যতা স্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান কাজী সহিদুল ইসলাম।
×