ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১৩৩ প্রতিষ্ঠানকে ১০ লাখ ৬৫ হাজার ৫শ’ টাকা জরিমানা

প্রকাশিত: ২২:১৩, ১৬ সেপ্টেম্বর ২০২১

১৩৩ প্রতিষ্ঠানকে ১০ লাখ ৬৫ হাজার ৫শ’ টাকা জরিমানা

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৪৭ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, রাজবাড়ী, জামালপুর, টাঙ্গাইল, শেরপুর, গাজীপুর, নরসিংদী, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়ীয়া, কক্সবাজার, ফেনী, রাঙ্গামাটি, চাঁদপুর, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, গাইবান্ধা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়, খুলনা, চুয়াডাঙ্গা, বাগেরহাট, ঝিনাইদহ, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ এবং নাটোর-এ বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। গত ১৪ সেপ্টেম্বর সর্বমোট ৪৭টি বাজার তদারকি কার্যক্রম পরিচালনা ও ১টি লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ১৩৩টি প্রতিষ্ঠানকে মোট ১০,৬৫,৫০০ টাকা জরিমানা আরোপ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজুমারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (ক্যাব) সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধিবৃন্দ অধিদফতর পরিচালিত বাজার অভিযানে সহযোগিতা প্রদান করেন। বাজার অভিযান/তদারকিকালে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা এবং ব্যবসায়ীবৃন্দের মধ্যে লিফলেট, প্যাম্ফলেট বিতরণসহ হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়। এছাড়াও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ভোক্তা-অধিকার সংরক্ষণ নিশ্চিতকরণসহ স্থিতিশীল বাজার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। Ñবিজ্ঞপ্তি
×