ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবীদের সারাদেশে মানববন্ধন

প্রকাশিত: ২২:১৩, ১৬ সেপ্টেম্বর ২০২১

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবীদের সারাদেশে মানববন্ধন

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ ৪ বছর থেকে ৩ বছরে হ্রাসের উদ্যোগ বন্ধসহ প্রধানমন্ত্রী প্রতিশ্রুত পেশাগত সমস্যার সমাধানে ৪ দফা দ্রুত বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী মানববন্ধন ও শিক্ষা, অর্থ, জনপ্রশাসন, শিল্প, পূর্ত মন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবীগণ। বুধবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের প্রতিটি জেলা সদরে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচী থেকে আগামীর কর্মচ্যালেঞ্জ মোকাবেলায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ হ্রাসের আত্মঘাতী উদ্যোগ বন্ধ করে এ শিক্ষা ব্যবস্থায় বিরাজমান শিক্ষক স্বল্পতা, শ্রেণীকক্ষ, ল্যাব, ওয়ার্কসপ সঙ্কটসহ শিক্ষকদের পদোন্নতি, দ্বিতীয় শিফটে কর্মরত শিক্ষকদের সম্মানী, ঝঞঊচ প্রকল্পের শিক্ষকদের নিয়মিতকরণ, বেতন ভাতা প্রদান এবং ছাত্র-ছাত্রীদের বৃত্তি ও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ভাতা বৃদ্ধিসহ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা আধুনিকায়নে মনোযোগী হবার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানানো হয়। কর্মসূচী অংশ হিসেবে বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত ঢাকার কাকরাইল মোড় থেকে পূর্তভবন সংলগ্ন ফুটপাথ পর্যন্ত ব্যাপক সংখ্যক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ছাত্র শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ছাত্র শিক্ষক নেতৃবৃন্দ বলেন, শিক্ষা মন্ত্রণালয় আত্মঘাতী উদ্যোগ থেকে সরে না আসলে আগামীদিনে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। কর্মসূচী শেষে বেলা ২টায় সংগ্রাম পরিষদের পৃথক ৫টি টিম বাংলাদেশ সচিবালয়ে অর্থ, শিক্ষা, জনপ্রশাসন, শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর নিকট এবং শিল্প ভবনে শিল্পমন্ত্রীর নিকট স্মারকলিপি হস্তান্তর করেন।-বিজ্ঞপ্তি।
×