ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কমলাপুরে যুবক হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদ্ঘাটন

প্রকাশিত: ২২:১২, ১৬ সেপ্টেম্বর ২০২১

কমলাপুরে যুবক হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদ্ঘাটন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কমলাপুরে যুবক হৃদয় হত্যার রহস্য উদ্ঘাটন করা হয়েছে। হত্যাকান্ডের ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ এ হত্যার কারণ উদ্ঘাটন ও আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছে। পুলিশের মতে, একটি মোবাইল ফোন কেন্দ্র করে হৃদয়ের সঙ্গে ফাহিম নামের আরেক যুবকের ঝগড়া ও মারামারি হয়। এক পর্যায়ে ফাহিম কাঁচি দিয়ে হৃদয়ের বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় টহল পুলিশ হৃদয়কে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ হত্যাকান্ডের ঘটনায় দুদিনেই রহস্য উদ্ঘাটনসহ মূল অভিযুক্ত ফাহিমকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ। বুধবার সকাল ৮টায় মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসির আরাফাত খান বলেন, গত ১৩ সেপ্টেম্বর রাত ১০টা ৫০ মিনিটের দিকে টহল পুলিশ পথচারীর মাধ্যমে উত্তর কমলাপুরের পেন্টাগন হোটেলের সামনে গুরুতর আহত অবস্থায় এক যুবককে উদ্ধার করে। টহল পুলিশ ভিকটিমকে চিকিৎসার জন্য দ্রুত ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টা ৪২ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন। পরে মোবাইল ফোনের সূত্র ধরে ওই যুবকের নাম জানা যায়। ভিকটিমের নাম হৃদয় ওরফে আলিফ। এরপর হৃদয়ের মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৪ সেপ্টেম্বর মতিঝিল থানায় একটি হত্যা মামলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মতিঝিল থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বলেন, বুধবার সকাল ৮টায় মতিঝিলের যুগান্তর গলি থেকে ফাহিমকে গ্রেফতার করা হয়।
×