ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নবজাতকের খাবার

প্রকাশিত: ২২:০৭, ১৬ সেপ্টেম্বর ২০২১

নবজাতকের খাবার

* নবজাতককে কতক্ষণ পর পর খাওয়ানো উচিত? আসলে চাহিবা মাত্র, ২ বা ৩ ঘণ্টা পর পর- এ সব কথার কোন অর্থ নেই। * মায়ের দুধ কোন কিছুতেই তেমন কমে না। শুধু উদ্বেগ ও উৎকণ্ঠায় বুকের দুধ কমে যায়। * মায়ের কোন কিছুরই খাবার বারণ নেই। শাক,সবজি, মাছ, মাংস সবই খাবে। * বরং মাকে যথেষ্ট পরিমাণ বিশ্রাম দিতে হবে। * মায়ের মনে সব সময় এই ইচ্ছাশক্তি জাগ্রত রাখতে হবে যে, বুকের দুধ খাইয়ে আমি আমার বাচ্চাকে মানুষ করব। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×