ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনায় শিক্ষিকাসহ নিহত ৫

প্রকাশিত: ২২:০৫, ১৬ সেপ্টেম্বর ২০২১

সড়ক দুর্ঘটনায় শিক্ষিকাসহ নিহত ৫

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্ন সড়ক দুর্ঘটনায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অটোভ্যান চালকসহ দুজন, পঞ্চগড়ে এক স্কুলশিক্ষক এবং হবিগঞ্জে শিক্ষিকাসহ দুজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে সাতজন। বুধবার এসব দুর্ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। বুধবার সকালে উত্তরবঙ্গ মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়ার শ্রীকোলা মোড় এলাকায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের চালকসহ দুজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেন শ্রীকোলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে রুবেল (২৫) ও ভ্যানচালক ফরজ আলী (৪৫)। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, সকালে শ্রীকোলা মোড় এলাকায় মহাসড়ক পার হচ্ছিল ব্যাটারিচালিত একটি অটোভ্যান। এ সময় পাবনাগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান দুজন। এতে আহত হয়েছেন ভ্যানের আরও তিন যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হবিগঞ্জে শিক্ষিকাসহ ॥ নিজস্ব সংবাদদাতা জানান, হবিগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে শিক্ষিকাসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন চুনারুঘাটের শানখলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া আক্তার (৪৫) ও সদর উপজেলার শরীফপুর গ্রামের ইদ্রিছ আলীর ছেলে কলেজছাত্র সাইফুল ইসলাম (২৮)। দুর্ঘটনায় আরও চারজন আহত হন। বুধবার বিকেলে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ধুলিয়াখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিক্সা শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ আসছিল। ধুলিয়াখাল এলাকায় বিপরীতমুখী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে রোকেয়া আক্তার ও সাইফুল ইসলাম মারা যান। একই ঘটনায় আহত ৪ জনকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×