ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজায় মেয়াদোত্তীর্ণ টিকা পাঠিয়েছে ইসরাইল

প্রকাশিত: ২১:২৩, ১৬ সেপ্টেম্বর ২০২১

গাজায় মেয়াদোত্তীর্ণ টিকা পাঠিয়েছে ইসরাইল

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ৫০ হাজার ডোজ মেয়াদোত্তীর্ণ করোনাভাইরাসের টিকা পাঠিয়েছে ইসরাইল। এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মিডলইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়, এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজা উপত্যকায় পাঠানোর জন্য রাশিয়ার তৈরি ওই টিকা ইসরাইলকে দেয়া হয়। তেলআবিব সেগুলো অনুপযুক্ত অবস্থায় রেখে দিয়েছিল। এছাড়া টিকার চালানটি ঠিক সময়ে গাজায় পৌঁছাতে বাধা দেয় ইসরাইল। সম্প্রতি গাজার কারেম আবু সালেম ক্রসিং দিয়ে রাশিয়ার তৈরি স্পুৎনিক লাইট টাইপের টিকার চালানটি গাজায় পাঠানো হয়। কিন্তু সেফটি টেস্টে দেখা যায়, ৫০ হাজার ডোজ টিকার মেয়াদ শেষ হয়ে গেছে।
×