ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের ক্ষমতা গোপনে ছেঁটে দেন জেনারেল মিলে!

প্রকাশিত: ২১:২৩, ১৬ সেপ্টেম্বর ২০২১

ট্রাম্পের ক্ষমতা গোপনে ছেঁটে দেন জেনারেল মিলে!

ক্যাপিটল হিলে আক্রমণের পর ক্ষ্যাপা ডোনাল্ড ট্রাম্প কিনা কি করে বসেন, সেই শঙ্কা থেকে নজিরবিহীন এক তৎপরতায় প্রেসিডেন্টের ক্ষমতার রাশ টেনে ধরেছিলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা। ওয়াটারগেট কেলেঙ্কারি ফাঁস করে জীবন্ত কিংবদন্তি বনে যাওয়া সাংবাদিক বব উডওয়ার্ড এবং ওয়াশিংটন পোস্টের খ্যাতনামা সাংবাদিক রবার্ট কস্টা তাদের সাম্প্রতিক বইয়ে এমন দাবি করেছেন। সিএনএন জানিয়েছে, ট্রাম্প সেনা অভিযান চালানো কিংবা পরমাণু অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়ে দিতে পারেন, এমন শঙ্কা থেকে নিজের এখতিয়ারের বাইরে গিয়ে ওই পদক্ষেপ নিয়েছিলেন প্রেসিডেন্টের সামরিক উপদেষ্টা ও সামরিক বাহিনীর কমান্ডার জেনারেল মার্ক মিলে। ক্যাপিটল হামলার দুদিন পর যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল মার্ক মিলে গোপনে পদক্ষেপ নেন প্রেসিডেন্টের ওপর ছড়ি ঘোরানোর, এমনটাই বলছেন উডওয়ার্ড ও কস্টা। মিলের উদ্বেগ ছিল, ক্ষ্যাপাটে ট্রাম্প এখন যে কোন কিছু করে বসতে পারেন। তা ঠেকাতে তিনি ৮ জানুয়ারি পেন্টাগনে তার অফিসে গোপন এক বৈঠকে শীর্ষ সামরিক কর্মকর্তাদের ডাকেন বলে ‘পেরিল’ বইয়ে লেখা হয়েছে। লেখকদ্বয়ের বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের ‘ওয়ার রুম’ এর ওই বৈঠকে জেনারেল মিলে সহকর্মীদের বলেন, সেনা অভিযান কিংবা পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে তাকে না জানিয়ে যেন কিছু করা না হয়, এমনকি প্রেসিডেন্টের নির্দেশ এলেও।
×