ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

প্রকাশিত: ২১:২২, ১৬ সেপ্টেম্বর ২০২১

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় বুধবার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে বলে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী নিশ্চিত করেছে। সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী সিউল সফর করেছেন। এর মধ্যেই পিয়ংইয়ং এই পদক্ষেপ নিল। এর আগে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। পিয়ংইয়ং জানিয়েছে, ওই পরীক্ষা সফল হয়েছে। দেশটির জাতীয় প্রতিরক্ষা বিজ্ঞান একাডেমি আরও উন্নত ও নতুন ধরনের ওই দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। এই ক্ষেপণাস্ত্র দেড় হাজার কিলোমিটার (৯৩০ মাইল) দূর থেকে লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম। উত্তর কোরিয়ার প্রধান কূটনৈতিক মিত্র এবং বাণিজ্য ও সহায়তার প্রধান অংশীদার বেজিং। করোনাভাইরাস মহামারী থেকে নিজেদের রক্ষা করতে গত বছরের শুরুতেই সীমান্ত বন্ধ করে দেয় পিয়ংইয়ং। সে কারণে তারা অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েছে। সিউলের জয়েন্ট চীফ অব স্টাফ এক বিবৃতিতে বলেন, পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়া তার কেন্দ্রীয় অঞ্চল থেকে পূর্ব উপকূলীয় সাগরে দুটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।-আলজাজিরা
×